তানজিম সাকিবের মাথায় ১০৭তম টেস্ট ক্যাপ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫০ পিএম, ২৮ এপ্রিল ২০২৫
তানজিম সাকিবের মাথায় ১০৭তম টেস্ট ক্যাপ

বাংলাদেশের ১০৭তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হলো পেসার তানজিম হাসানের। চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয় সাকিবের।

সোমবার থেকে শুরু হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে অভিষেক হয়েছে তানজিম সাকিবের। টেস্ট শুরুর আগে তানজিমের মাথায় টেস্ট ক্যাপ পরিয়ে দেন বাংলাদেশের অভিজ্ঞ খেলোয়াড় মুশফিকুর রহিম।

প্রথম শ্রেণির ক্রিকেটে ১৬ ম্যাচে ২৫ উইকেট শিকার করেছেন ২২ বছর বয়সী তানজিম। ইতিমধ্যে বাংলাদেশের হয়ে ১০টি ওয়ানডে এবং ১৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তানজিম।

২০২৩ সালে সাদা বলের দুই ফরম্যাটে অভিষেক হওয়া তানজিম ওয়ানডেতে ১৩ ও টি-টোয়েন্টিতে ২৪ উইকেট শিকার করেছেন।



শেয়ার করুন :