চট্টগ্রাম টেস্টে দুই পরিবর্তন, ফিরলেন বিজয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৪ পিএম, ২৩ এপ্রিল ২০২৫
চট্টগ্রাম টেস্টে দুই পরিবর্তন, ফিরলেন বিজয়

জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে হারের পর চট্টগ্রামে অনুষ্ঠিতব্য সিরিজের দ্বিতীয় টেস্টর দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। দীর্ঘদিন পর এনামুল হক বিজয়কে ফেরানোর পাশাপাশি প্রথমবারের মতো বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলামকে রাখা হয়েছে।

সিলেটে শেষ হওয়া সিরিজের প্রথম টেস্টের দল থেকে দুটি পরিবর্তন এসেছে। চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দুর্দান্ত ফর্মে থাকা ওপেনার ব্যাটার এনামুল হক বিজয়কে দলে ডাকা হয়েছে। ৩২ বছর বয়সী বিজয় সর্বশেষ ২০২২ সালে দেশের হয়ে টেস্ট খেলেছেন। চলমান ডিপিএলে ব্যাট হাতে দারুণ ফর্মে রয়েছেন তিনি।

বিজয় ছাড়াও ফাস্ট বোলার নাহিদ রানার পরিবর্তে বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলামকে প্রথমবারের মতো টেস্ট দলে ডাকা হয়েছে।

জিম্বাবুয়ের বিপক্ষে ২৮ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট। সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ উইকেটে হেরে গেছে বাংলাদেশ।

বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, শাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম ভূঁইয়া অংকন, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ এবং তানজিম হাসান সাকিব।



শেয়ার করুন :