বিবর্ণ ব্যাটিং-বোলিং, জিম্বাবুয়ের দখলে সিলেটের প্রথম দিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১০ পিএম, ২০ এপ্রিল ২০২৫
বিবর্ণ ব্যাটিং-বোলিং, জিম্বাবুয়ের দখলে সিলেটের প্রথম দিন

সফররত জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টের প্রথম দিনেই পিছিয়ে পড়লো বাংলাদেশ। মুশফিক-মিরাজদের ব্যাটিংয়ে বিবর্ণতার পর বোলিংয়েও সফলতার দেখা পায়নি খালেদ-হাসান মাহমুদরা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ৬১ ওভারে ১৯১ রানে অলআউট হয়ে যায় স্বাগতিক বাংলাদেশ। দলের পক্ষে ব্যাট হাতে সাবেক অধিনায়ক মমিনুল হক সর্বোচ্চ ৫৬ রান করেছেন এবং এটাই একমাত্র ফিফটি। এছাড়া অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে আসে দ্বিদীয় সর্বোচ্চ ৪০ রান।

বাংলাদেশকে ২'শ রানের আগেই গুটিয়ে দেওয়ার পথে জিম্বাবুয়ের ওয়েলিংটন মাসাকাদজা ও ব্লেসিং মুজারাবানি ৩টি করে উইকেট নিয়েছেন। এছাড়া ওয়েসলি মাধেভেরে ও ভিক্টোর নিয়ুচি ২টি করে উইকেট শিকার করেন।

বাংলাদেশতে গুটিয়ে দিয়ে প্রথম দিনেই ১৪.১ ওভার ব্যাট করতে পেরেছে সফরকারী জিম্বাবুয়ে। দুই ওপেনার ব্রায়ান বেনেট এবং বেন কারান অপাজিত থেকে দলীয় সংগ্রহ নিয়ে গেছেন ৬৭ রানে। ফলে দিন শেষে ১০ উইকেট অক্ষত রেখে ১২৪ রানে পিছিয়ে রয়েছে জিম্বাবুয়ে।

ব্যাট হাতে ব্রায়ান বেনেট ৪০ এবং বেন কারান ১৭ রানে অপরাজিত রয়েছেন। ব্যাটিংয়ে ব্যর্থতার পর বোলিংয়েও কোন সফলতার দেখা পায়নি বাংলাদেশ।



শেয়ার করুন :