ঘরের মাঠে সর্বশেষ তিন টেস্ট সিরিজে সাফল্য নেই বাংলাদেশ ক্রিকেট দলের। এবার জিম্বাবুয়ের বিপক্ষে সেই সাফল্যের স্বাদ নিতে পরীক্ষা-নিরীক্ষায় না গিয়ে শক্তিশালী দল সাজিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জিম্বাবুয়ে বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে বিসিবি। ঘোষিত দলে জায়গা পাননি পেসার তাসকিন আহমেদ। মূলত ইনজুরির কারণে তাকে দলে রাখা হয়নি।
এছাড়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার জন্য উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাসও এ সিরিজে খেলছেন না। লিটন না থাকায় উইকেটরক্ষক হিসেবে আছেন জাকের আলি ও মাহিদুল ইসলাম অঙ্কন।
দল নিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ বলেন, “গত বছর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে মোটেও ভালো করতে পারিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও আমাদের ফলাফল ভালো ছিল না। গত এক বছরে তুলনামূলকভাবে দেশের মাঠের পারফরমেন্স নিয়ে আমরা চিন্তিত। এ জন্যই আমরা জিম্বাবুয়ের সাথে সম্ভাব্য সেরা দল নিয়ে খেলার চেষ্টা করছি।”
চলতি বছরের জুনে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলতে নামবে টাইগাররা। ওই সিরিজকে সামনে রেখে জিম্বাবুয়ে বিপক্ষে সেরা দল নিয়ে মাঠে নামার পরিকল্পনা বাংলাদেশের।
ভিডিও বার্র্তায় প্রধান নির্বাচক বলেন, “চার-সাড়ে চার মাস পর আমরা টেস্টে ফিরছি। শ্রীলঙ্কার সাথে জুন মাসে টেস্ট সিরিজ আছে। এ জন্য জিম্বাবুয়ে সিরিজে আমরা কোন পরীক্ষা করতে চাচ্ছি না।”
পিএসএল খেলতে যাওয়া লিটন দাসকে নিয়ে তিনি বলেন, “লিটন দাস পিএসএলে খেলতে যাওয়ায় সুযোগ তৈরি হয়েছে। নাহিদ রানাকেও একটি টেস্ট খেলিয়ে আমরা ছেড়ে দিচ্ছি পিএসএল খেলার জন্য। সেখানেও সুযোগ আছে।”
লিটন দাস না থাকায় ৬ ও ৭ নম্বরে জন্য ব্যাটার বাছাই করতে গিয়ে মধুর সমস্যায় পড়বে টিম ম্যানেজম্যান্ট। নির্বাচক গাজী আশরাফ বলেন, “৬ বা ৭ এ লিটন না থাকায় এখানে একটা মধুর সমস্যা আছে। এটা বেশি চ্যালেঞ্জিং হবে। পাশাপাশি আমাদের স্পিনে অনেক অপশন আছে, মেহেদী মিরাজ অলরাউন্ডার হিসেবে আছেন, তাইজুল আছেন, নাঈম আছেন, এই অপশনটাও রাখা হয়েছে। চারজন পেসার আছেন, সেখানেও অপশন থাকবে।’
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দলে তিনজন ওপেনার, তিন জন স্পিনার এবং চার জন পেসার রাখা হয়েছে। কনকাশন বিষয়টি মাথায় রেখে এমন করা হয়েছে বলে জানান গাজী আশরাফ।
বলেন, “কনকাশন আসার পর থেকে খেলোয়াড় পরিবর্তনের যে কথাটা আসছে, সে কারণে একজন বাড়তি ওপেনার-মিডল অর্ডার-স্পিনার ও পেসার রাখা হয়েছে। এজন্যই আমরা ১৫ জনের দল করেছি।”
বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম, জাকের আলি, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, তানজিম হাসান।