ভারতকে ১০ উইকেটে হারিয়ে সমতায় অস্ট্রেলিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১৮ পিএম, ০৮ ডিসেম্বর ২০২৪
ভারতকে ১০ উইকেটে হারিয়ে সমতায় অস্ট্রেলিয়া

সিরিজের প্রথম টেস্টে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে তা আর হলো না। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০ উইকেটে হারের স্বাদ পেল রোহিত শর্মার দল ভারত। এ জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-১ সমতায় ফিরলো অস্ট্রেলিয়া।

অ্যাডিলেট টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করে ১৮০ রানেই গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস। জবাবে ৩৩৭ রান করলে ১৫৭ রানের লিড পায় অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসের ন্যায় দ্বিতীয় ইনিংসেও হতাশ করেন ভারতীয় ব্যাটাররা।

দ্বিতীয় ইনিংসে ১৭৫ রান করলে অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ১৯ রান। ফলে পাঁচ দিনের টেস্টে তৃতীয় দিনেই রেজাল্ট হয়ে যায়। জয়ের জন্য ব্যাট হাতে ৩.২ ওভারেই ১৯ রান তুলে অস্ট্রেলিয়াকে ১০ উইকেটে জয় এনে দেন দুই ওপেনার।

অ্যাডিলেড ওভালের গ্যালারিতে অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার এ টেস্ট দেখতে উপস্থিত ছিলেন ৩৩ হাজার দর্শক। মাত্র ২ ঘণ্টায় খেলা শেষ হলেও হতাশ হননি অসি সমর্থকরা। ভারতকে ১০ উইকেটে হারানোর আনন্দটাও কম নয়।

তৃতীয় দিনে ভারত বাকি ৫ উইকেটে মাত্র ৪৭ রান করতে পেরেছে। ফলে প্রথম সেশনেই শেষ হয়ে গেছে খেলা। অ্যাডিলেডে এ টেস্টে মোট খেলা হয়েছে ১০৩১ বল। যা অস্ট্রেলিয়া-ভারতের দ্বিপক্ষীয় যেকোনো টেস্টে সবচেয়ে কম বলের রেকর্ড।

পার্থে অনুষ্ঠিত সিরিজের প্রথম অস্ট্রেলিয়াকে ২৯৫ রানের ব্যবধানে হারিয়ে দিয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে জয় তুলে সিরিজে সমতায় ফেরা অস্ট্রেলিয়া এবার ১৪ ডিসেম্বর ব্রিসবেনে ভারতের বিপক্ষে তৃতীয় টেস্ট খেলতে নামবে।



শেয়ার করুন :