ওয়েস্ট ইন্ডিজে ১৫ বছর পর টেস্ট জিতলো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৩ এএম, ০৪ ডিসেম্বর ২০২৪
ওয়েস্ট ইন্ডিজে ১৫ বছর পর টেস্ট জিতলো বাংলাদেশ

স্বাগতিক ওয়েন্ট ইন্ডিজের বিপক্ষে দীর্ঘ ১৫ বছর পর টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ। প্রথম ইনিংসে নাহিদ রানার পর দ্বিতীয় ইনিংসে তাইজুলের ঘূর্ণিতে ১০১ রানের ব্যবধানে জয় তুলে নিয়েছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ টেস্ট দল।

ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ইনিংসে ১৮৫ রানে অলআউট করে বাংলাদেশ কিংস্টন টেস্ট ১০১ রানের জয় তুলে নিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ১৪৬ রানেই গুটিয়ে গিয়েছিল ক্যারিবিয় ব্যাটাররা। প্রথম ইনিংসে নাহিদ এবং দ্বিতীয় ইনিংসে তাইজুল ৫টি করে উইকেট শিকার করেছেন।

এ জয়ে দুই টেস্টের সিরিজ ১-১ সমতায় শেষ করল মেহেদী হাসান মিরাজের দল। প্রথম টেস্টে ২০১ রানে হেরে গিয়েছিল বাংলাদেশ। এ দিকে এই ম্যাচ জিতে জয় দিয়েই ২০২৪ সালের টেস্ট অভিযান শেষ করলো টাইগাররা।

কিংস্টন টেস্টের তৃতীয় দিন শেষেই ভালো অবস্থানে চলে যায় সফরকারী বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের ১৬৪ রানের জবাবে রানার বোলিং তোপে ১৪৬ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।

ফলে ১৮ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে দিন শেষে ৫ উইকেটে ১৯৩ রান তুলে বাংলাদেশ। ৫ উইকেট হাতে নিয়ে ২১১ রানে এগিয়ে থাকে টাইগাররা।

চতুর্থ দিন বাকি পাঁচ উইকেটে ৭৫ রান করলে ২৬৮ রানে শেষ হয় টাইগারদের দ্বিতীয় ইনিংস। প্রথম ইনিংস থেকে ১৮ রানের লিড থাকায় জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৮৭ রান।

ব্যাট করতে নেমে টাইগার বোলারদের তোপের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ইনিংস শেষ হয় ১৮৫ রানে। ফলে ১০১ রানের জয় তুলে নেয় বাংলাদেশ। ক্যারিবিয় ব্যাটারদের বিপক্ষে বল হাতে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট শিকার করেন তাইজুল ইসলাম।

টেস্ট ক্যারিয়ারে তাইজুলের এটি ১৬তম পাঁচ উইকেট শিকার। প্রথম ইনিংসে ১ উইকেট নিলেও দ্বিতীয় ইনিংসে বল হাতে আলো ছড়ানো তাইজুলের হাতেই হাতেই ওঠেছে ম্যাচ সেরা পুরস্কার।



শেয়ার করুন :