জ্যামাইকা টেস্টে প্রথম দিনে মাত্র ৩০ ওভার খেলা হয়েছে। বৃষ্টির কারণে দেরিতে শুরু হওয়া এ টেস্টে ৩০ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৬৯ রান। ম্যাচের শুরু হওয়ার প্রথম ঘণ্টাতেই মাহমুদুল হাসান জয় এবং মমিনুল হককে ফিরিয়েছেন কিমার রোচ।
বৃষ্টি এবং আউটফিলড ভেজা থাকার কারণে একের পর এক সময় ক্ষেপণ শেসে অনুষ্ঠিত হয় টস। সেই ভাগ্যে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক মেদেহী হাসান মিরাজ। ২ উইকেট হারালেও সাদমান ইসলামের অপরাজিত ফিফটিতে দিন শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৬৯ রান।
ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ঘণ্টায় ১২ ওভারে বাংলাদেশের সংগ্রহ গিয়ে দাঁড়ায় ২ উইকেটে ৩৫। রোচের করা ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলে কিপার জশুয়া দা সিলভার হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৩ রানে ফিরেন জয়।
শুরুর ধাক্কা সামলে উঠার আগেই এক ওভারেই হতাশ করেন অভিজ্ঞ ও সাবেক অধিনায়ক মমিনুল হক। ইনিংসের সপ্তম ওভারের চতুর্থ বলে ছয় বল খেলা মমিনুল ফিরেন খালি হাতে। রোচের পর পর দুই ওভারে দুই ব্যাটার সাজঘরে ফেরায় বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ১০ রান।
দিনের শুরুতেই ২ উইকেট হারানো বাংলাদেশের স্কোর বড় করার দায়িত্ব পালন করেন ওপেনার সাদমান ইসলাম এবং শাহাদাদ হোসেন। দিনে শেষে ৩টি চার ও এক ছক্কার মারে ৫০ রান করে অপরাজিত রয়েছেন সাদমান। নিজের ২০তম টেস্ট ম্যাচে এটি তর পঞ্চম ফিফটি।
সাদমানের সাতে দারুণ সঙ্গ দিয়ে ১২ রানে অপরাজিত রয়েছেন শাহাদাদ হোসেন। দু’জনের ৪৯ রানের জুটিতে দিন শেষে কিছুটা স্বস্তিতে রয়েছে।