পেসার তাসকিন আহমেদের বোলিং তোপের পরও ব্যাটিং ব্যর্থতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের হার নিশ্চিত ছিল। তবে হারের ব্যবধানটা খুব বেশি কমাতে পারলো না টাইগাররা। পঞ্চম ও শেষ দিনে এসে প্রথম সেশনেই ২০১ রানের হারের স্বাদ পেল বাংলাদেশ।
চতুর্থ দিন শেষে ৩ উইকেট হাতে নিয়ে ২২৫ রান পিছিয়ে ছিল বাংলাদেশ। জয়ের জন্য বাংলাদেশের কাছে অসম্ভব বিষয় ছিল। হার নিশ্চিত জেনেও পঞ্চম ও শেষ দিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ।
দিনের শুরুতেই ১১৩ রানে সাজঘরে ফিরেন হাসান মাহমুদ (০)। এরপর দলীয় ১২৯তম রানে আউট হন জাকের আলী (৩১)। শেষ উইকেট জুটিতে তাসকিন আহমেদ এবং শরিফুল ব্যাট করলেও দলীয় ১৩২ রানে শরিফুল রিটায়ার্ড আউট হলে শেষ হয়ে যায় বাংলাদেশের ব্যাটিং ইনিংস।
এরআগে দ্বিতীয় ইনিংসে তাসকিনের বোলিং তোপে ১৫২ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। এতে জয়ের জন্য ৩৩৪ রানের টার্গেট পায় বাংলাদেশ। সেই লক্ষ্যে চতুর্থ দিন শেষে ৭ উইকেটে ১০৯ রান করেছে টাইগাররা। তাসকিন বল হাতে টেস্টে প্রথমবারের মত ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নেন। ৬৪ রানে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন তাসকিন।
এন্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে তৃতীয় দিন শেষে ৯ উইকেটে ২৬৯ রান করেছিল বাংলাদেশ। চতুর্থ দিন আর ব্যাটিংয়ে না নেমে ইনিংস ঘোষণা করে টাইগাররা।
প্রথম ইনিংস থেকে পাওয়া ১৮১ রানের লিডকে সাথে নিয়ে দ্বিতীয় ইনিংসে ১৫২ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। তাসকিনের বোলিং তোপে পড়ে বড় সংগ্রহ গড়তে না পারলেও প্রথম ইনিংসের বেশি লিড থাকা বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়িয়েছিল ৩৩৪ রান।
এ টেস্ট জয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট কিংস্টনে শুরু হবে ৩০ নভেম্বর।