অ্যান্টিগা টেস্টে হারের দ্বারপ্রান্তে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩৭ এএম, ২৬ নভেম্বর ২০২৪
অ্যান্টিগা টেস্টে হারের দ্বারপ্রান্তে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন শেষে হারের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। ক্যারিয়াবদের বিপক্ষে জয়ের জন্য ৩৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১০৯ রান করেছে টাইগাররা। জয়ের জন্য ৩ উইকেট নিয়ে শেষ দিন বাংলাদেশকে আরও ২২৫ রান করতে হবে।

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৯ উইকেটে ৪৫০ রানের জবাবে ৯ উইকেটে ২৬৯ রানে নিজেদের ইনিংস ঘোষণা করে সফরকারী বাংলাদেশ। ফলে প্রথম ইনিংসে ১৮১ রানের লিড পায় ওয়েস্ট ইন্ডিজ।

সেই লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের সামনে বড় সংগ্রহ করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ৩ উইকেটে ৬১ রান তুলে চতুর্থ দিনের মধ্যাহ্ন-বিরতিতে গেলেও তাসকিনদের বোলিং তোপে ১৫২ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের ব্যাটিং ইনিংস।

চতুর্থ দিনের শুরুতে হাতে ১ উইকেট রেখে ১৮১ রানে পিছিয়ে থেকেও ইনিংসের ঘোষণা করে চমকে দিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মিরাজ। অবশ্য সেই ঘোষণার ফল এনে দেন তাসকিন-মিরাজরা।

দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ১৫২ রানে গুটিয়ে দেওয়ার পথে বল হাতে ৬ উইকেট শিকার করেন পেসার তাসকিন আহমেদ। মেহেদী হাসান মিরাজ শিকার করে ২টি উইকেট।

বল হাতে বাজিমাত করলেও ব্যাট হাতে সেই চিরচেনা বাংলাদেশ। ৩৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০৯ রানে ৭ উইকেট হারিয়ে বসেছে টাইগাররা। ফলে চতুর্থ দিন শেষ ৩ উইকেট নিয়ে এখনো ২২৫ রান পিছিয়ে রয়েছে বাংলাদেশ।

মিরাজদের এ জয় পেতে হলে গড়তে হবে রেকর্ড। ২০০৯ সালে গ্রেনাডা টেস্টে ২১৭ রান তাড়া করে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতেছিল সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। তবে এবার অ্যান্টিগা টেস্টে হারের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশ। হাতে থাকা বাকি ৩ উইকেটে ২২৫ রান করা বাংলাদেশের জন্য যা অসম্ভব।



শেয়ার করুন :