জোড়া ফিফটিতে ফলোঅন এড়িনোর স্বস্তিতে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২০ পিএম, ২৫ নভেম্বর ২০২৪
জোড়া ফিফটিতে ফলোঅন এড়িনোর স্বস্তিতে বাংলাদেশ

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের ৪৫০ রানের জবাবে তৃতীয় দিন শেষে ৯ উইকেটে ২৬৯ রান করেছে বাংলাদেশ। মমিনুল হক ও জাকের আলীর জোড়া ফিফটিতে ফলোঅন এড়িয়ে অনেকটা স্বস্তিতেই দিন শেষ করেছে টাইগাররা।

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ৪০ রান করেছিল বাংলাদেশ। সাবেক অধিনায়ক মমিনুল হক ৭ ও শাহাদাত হোসেন ১০ রানে অপরাজিত ছিলেন।

তৃতীয় দিন শাহাদাত ১৮ রানে ফিরলেও লিটন কুমার দাসকে নিয়ে ৭৮ বলে ৩৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে প্রথম সেশন শেষ করেন মমিনুল। মমিনুল ৩৮ ও লিটন ২১ রানে অপরাজিত ছিলেন।

দ্বিতীয় সেশনে ফিফটি স্পর্শ করেই আউট হন মমিনুল। তার ৫০ রানরে ইনিংসে তিনটি চারের মার ছিল। ফলে দলীয় ১২৮ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ।

মমিনুল চলে যাওয়ার পর ব্যক্তিগত ৪০ রানে ফিরেন লিটন। ৭৬ বলে তার এই ইনিংসেও তিনটি চারের মার ছিল। লিটকে হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৪৫ রান। মমিনুল-লিটন কাছাকাছি সময়ে চলে যাওয়ার পর এ টেস্টের অধিনায়ক মেহেদী হাসান মিরাজও ফিরেন ব্যক্তিগত ২৩ রানে।

১৬৬ রানে ৬ উইকেট হারানোর পর তাইজুল ইসলামকে নিয়ে ৬৮ রানের জুটি গড়েন জাকের আলী। ব্যক্তিগত ২৫ রানে তাইজুল আউট হলে দলীয় ২৩৪ রানে সপ্তম উইকেট হারায় বাংলাদেশ।

এরপর ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই দ্বিতীয় ফিফটি তুলে বাংলাদেশকে ফলোঅন থেকে মুক্ত করেন জাকের আলী। যদিও ফিফটি করার পর নিজের ইনিংস আর বড় করতে পারেননি। জাকের আলীর ৫৩ রানের ইনিংসে চারটি চারের মার রয়েছে। জাকের আলী ফেরার পর দিনের শেষ উইকেট হিসেবে সাজঘরে ফিরেন হাসান মাহমুদ (৮)।

২৫৭ রানে ৯ উইকেট হারানোর পর তাসকিন আহমেদ (১১) এবং শরিফুল ইসলাম (৫) অপরাজিত থেকে দিন শেষ করে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে এখনো ১৮১ রান পিছিয়ে রয়েছে সফরকারী দল বাংলাদেশ।



শেয়ার করুন :