দুই ওপেনারকে হারিয়ে ৪১০ রান পিছিয়ে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২৮ এএম, ২৪ নভেম্বর ২০২৪
দুই ওপেনারকে হারিয়ে ৪১০ রান পিছিয়ে বাংলাদেশ

অ্যান্টিগা টেস্টে শুরুতে রান তোলার গতি ধীরে হলেও ক্রমেই পাল্টে গেছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং। জাস্টিন গ্রিভসের সেঞ্চুরিতে দ্বিতীয় দিনে ৯ উইকেটে ৪৫০ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে স্বাগতিকরা। জবাবে ২০ ওভার খেলে দিন শেষ করে ২ উইকেটে ৪০ রান করেছে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে এখনো ৪১০ রান পিছিয়ে রয়েছে টাইগাররা।

শনিবার দ্বিতীয় দিনের শুরুতে বাংলাদেশ পেসার হাসান মাহমুদের জোড়া উইকেট শিকারের পরও জাস্টিন গ্রেভসের হাফ-সেঞ্চুরিতে ৩শ রান ছাড়িয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের প্রথম ইনিংসে ১১০ ওভারে ৭ উইকেটে ৩৩৬ রান তুলে দ্বিতীয় দিনের মধ্যাহ্ন-বিরতিতে গিয়েছিল ক্যারিবীয়রা।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ৮৪ ওভারে ৫ উইকেটে ২৫০ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। দিন শেষে জাস্টিন গ্রেভস ১১ ও জশুয়া ডা সিলভা ১৪ রানে অপরাজিত ছিলেন।

দলীয় ৪'শ রান পার করার পর অষ্টম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। জাস্টিন গ্রিভসের সাথে বড় জুটি গড়ে ব্যক্তিত ৪৭ রানে ফিরেন কেমার রোচ। তাকে ফেরান হাসান মাহমুদ। দলীয় ৪৩৮ রানে জেইডেন সিলসকে (১৮) ফেরান মেহেদী হাসান মিরাজ।

নবম উইকেট জুটিতে জাস্টিন গ্রিভসের সাথে উইকেটে যুক্ত হন শামার জোসেফ। দলীয় সংগ্রহ ৪৫০ হলে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট হাতে সেঞ্চুরি করে ১১৫ রানে জাস্টিন গ্রিভস এবং ১১ রানে শামার জোসেফ অপরাজিত ছিলেন।

বল হাতে বাংলাদেশের পক্ষে হাসান মাহমুদ ৩টি, তাসকিন এবং মিরাজ দুটি করে এবং একটি উইকেট শিকার করেন তাইজুল ইসলাম।

ক্যারিবিয়দের ইনিংস ঘোষণার পর দিনের শেষ দিকে ২০ ওভার ব্যাট করার সুযোগ পায় বাংলাদশে। সতর্কভাবে শুরু করলেও দুই ওপেনারকেই হারাতে হয়। মাহমুদুল হাসান জয় ৫ রানে সাজঘরে ফিরলে দশম ওভারে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভাঙে দলীয় ২০ রানে।

পরের ওভারের শেষ বলে ফিরেন জাকির হাসান (১৫)। পর পর দুই ওপেনারকে হারিয়ে বাংলাদেশের দলীয় সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ২১ রান। এরপর দিনের বাকি ৯ ওভারে আর উইকেট হারায়নি টাইগাররা। মুমিনুল হক ৭ এবং শাহাদাত হোসেন ১০ রানে অপরাজিত রয়েছেন।



শেয়ার করুন :