১০৪ রানে অলআউট অস্ট্রেলিয়া, দেড়শ রানের পুঁজি নিয়েও ভারতের লিড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪৭ পিএম, ২৩ নভেম্বর ২০২৪
১০৪ রানে অলআউট অস্ট্রেলিয়া, দেড়শ রানের পুঁজি নিয়েও ভারতের লিড

প্রথম ইনিংসে ১৫০ রানে গুটিয়ে গেলে বল হাতে দুর্দান্ত খেললো ভারত। অপ্রত্যাশিত হলেও সত্য, ভারতীয় বোলিংয়ের বিপক্ষে নিজেদের মাঠে মাত্র ১০৪ রানে গুটিয়ে গেছে অস্ট্রেলিয়া। জসপ্রীত বুমরাহদের বোলিংয়ে ভর করে দেড়শ রানের পুঁজি নিয়েও ৪৬ রানের লিড পেয়েছে ভারত।

শুক্রবার (২২ নভেম্বর) টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। তবে সেই সিদ্ধান্তের সঠিক জবাব দিতে পারেননি ব্যাটাররা। ১৫০ রানে গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস।

ব্যাটারদের ব্যর্থতায় প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়তে না পারলেও বোলারদের দারুণ নৈপুন্যে ম্যাচ নিজেদের দখলে নিয়ে নেয় ভারত। প্রথম দিন মোট ১৭ উইকেটে পতনে এগিয়ে যায় সফরকারীরা।

ভারতের করা ১৫০ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে জবাব দিতে নেমে ভারতীয় পেসারদের তোপে ৬৭ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। ফলে দিন শেষে ৩ উইকেট হাতে নিয়ে ৮৩ রানে পিছিয়ে ছিল অসিরা।

দ্বিতীয় দনি ব্যাট করতে নেমে বাকি ৩ উইকেটে মাত্র ২১ রান যোগ করতে পারে স্বাগতিক দলের ব্যাটাররা। ফলে ১০৪ রানেই শেষ হয়েছে যায় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস।

অস্ট্রেলিয়াকে এমন বাজেভাবে আটকানোর পথে বল হাতে ম্যাজিক দেখিয়েছেন জসপ্রীত বুমরাহ। একই তুলে নিয়েছেন ৫ উইকেট। ১৮ ওভার বোলিং দিয়েছেন ১৮ রান।

বুমরাহ ছাড়াও দুর্দান্ত বল করেছেন অভিষিক্ত হর্ষিত রানা। ৪৮ রানের বিনিময়ে ইনিংসে ৩ উইকেট শিকার করেছেন ভারতীয় এ পেসার। প্রথম দিনেই ২ উইকেট পেয়েছিলেন আরেক পেসার মোহাম্মদ সিরাজ।



শেয়ার করুন :