স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই সেশন ভালো করলেও দিনের তৃতীয় সেশনে খেই হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। টাইগারদের এলোমেলো বোলিংয়ে রানের গতি পেয়েছিল স্বাগতিকরা। তবে সেঞ্চুরির দ্বারপ্রান্তে থাকা মিকাইল লুইস এবং অলিক আথানেজকে ফিরিয়ে খেলায় ফিরে বাংলাদেশ।
অ্যান্টিগায় শুক্রবার (২২ নভেম্বর) প্রথম দিন আলো স্বল্পতার কারণে খেলা হয়েছে ৮৪ ওভার। এর মাঝে ২৫০ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। বিপরীতের বাংলাদেশ তুলে নিয়েছে ৫ উইকেট।
টস জিতে প্রথমে বোলিং বেছে নিয়ে দারুণ শুরু করে বাংলাদেশ। দিনের প্রথম সেশনে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের আটকে রেখে টাইগার বোলাররা তুলে নেয় ২ উইকেট। ফলে মধ্যাহ্ন-বিরতিতে যাওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় রান ২ উইকেটে ৫০। খেলা মাঠে গড়ায় ২৩ ওভার। দুটি উইকেটই শিকার করেন তাসকিন আহমেদ।
প্রথম সেশনের তুলনায় দ্বিতীয় সেশনে অনেকটা মন্থত গতিতে খেলে বাংলাদেশ। ওভার রেটে বেশ উন্নতি করে দ্বিতীয় সেশনে ৩১ ওভার বোলিং করলেও বাংলাদেশ উইকেট শিকার করতে পারে মাত্র একটি। রান আউটে কেভাম হজ (২৫) ফিরিয়ে দেয় বাংলাদেশ।
প্রথম সেশনে ২৩ ওভারে ৫০ রান তোলা ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওভারে ৩১ ওভারে সংগ্রহ করে ৬৬ রান। ফলে দ্বিতীয় সেশন শেষে ক্যারিবিয়ানদের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ১১৬ রান।
চা বিরতি শেষে তৃতীয় ও দিনের শেষ সেশনে খেই হারায় টাইগার বোলাররা। আলোকস্বল্পতায় দিনের খেলা ৪ ওভার আগেই শেষ হলে ওয়েস্ট ইান্ডজের সংগ্রহ ২৫০ রানে। তবে টাইগারদের স্বস্তিও রয়েছে।
সেঞ্চুরির পথে থাকা ওপেনার লুইসকে ফেরান অধিনায়ক মিরাজ। ৯৭ রানের লুইসকে ফিরিয়ে ব্রেক এনে দেন মিরাজ। দীর্ঘ সময় উইকেটে থেকা লুইসের এই ইনিংসে ৯টি চার ও এক ছক্কার মার ছিল। লুইস চলে গেলে দলীয় ২২৪ রান চতুর্থ উইকেট হারায় স্বাগতিকরা।
লুইসের সাথে ১৪০ রানের জুটি গড়া অলিক আথানেজও ছিলেন সেঞ্চুরির পথে। তবে লুইস চলে যাওয়ার কিছুক্ষণ পরেই ৯০ রান করা আথানেজকে ফেরান তাইজুল। শেষ দিকে দুই স্পিনারের পর পর দুই উইকেট শিকারে খেলায় ফেরে বাংলাদেশ।
প্রথম দিন শেষে ব্যাট হাতে জাস্টিন গ্রেভস ১১ এবং জশুয়া ডি সিলভা ১৪ রানে অপরাজিত রয়েছেন। বাংলাদেশের পক্ষে বল হাতে পেসার তাসকিন আহমেদ ২টি এবং তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ একটি করে উইকেট শিকার করেছেন।