অ্যান্টিগা টেস্টে বোলিং বেছে নিলো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪৬ পিএম, ২২ নভেম্বর ২০২৪
অ্যান্টিগা টেস্টে বোলিং বেছে নিলো বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম অ্যান্টিগা টেস্টে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ দল নতুন যাত্রা শুরু করলো।

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগার এ মাঠে সর্বশেষ দুই টেস্টেই বাজেভাবে হেরেছিল বাংলাদেশ। দুই টেস্টেই প্রথম ইনিংসে যথাক্রমে ১০৩ ও ৪৩ রানে অলআউট হয়েছিল টাইগাররা।

টানা চার টেস্ট হেরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। ভারতের মাটিতে দুই ম্যাচ ও ঘরের মাঠে অনভিজ্ঞ দক্ষিণ আফ্রিকার কাছে দুই টেস্ট হারে টাইগাররা।

টস জিতে প্রথমে বোলিং নেওয়ার কারণ হিসেবে অধিনায়ক মিরাজ বলেছেন, ‍“আমি প্রথমে বোলিং করতে চাই, কারণ আমি মনে করি প্রথম ঘণ্টাটি বোলারদের জন্য গুরুত্বপূর্ণ। উইকেট ভালো দেখাচ্ছে, তবে আমাদের প্রথম ঘণ্টায় সুবিধা নিতে হবে।”

একাদশে দুই স্পিনার এবং তিন পেসার নিয়ে প্রথম টেস্টে খেলছে বাংলাদেশ। একাদশ নিয়ে টাইগার অধিনায়ক বলেন, “আমরা দু’জন স্পিনার রয়েছি, তাইজুল এবং আমি (মিরাজ), এবং তিনজন ফাস্ট বোলার রয়েছে। আমাদের ব্যাটিংয়েও আলাদা দৃষ্টি রয়েছে।”

প্রথমে ব্যাটিং পাওয়া ক্যারিবিয়দের অধিনায়ক ক্রেইগ ব্রাফেটও টস জিতলে বোলিং নিতে বলে জানিয়েছেন। টস হেরে তিনি বলেন, “আমরা প্রথমে বোলিং করতাম। পিচটি বেশ ভালো এবং কিছুটা আর্দ্রতা রয়েছে। টেস্ট সিরিজের আগে আমাদের এখানে একটি সুন্দর ক্যাম্প ছিল। ছেলেরা ভালো আত্মবিশ্বাসী রয়েছে।”

বাংলাদেশ একাদশ
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, মাহমুদুল হাসান, জাকির হাসান, মুমিনুল হক, শাহাদত হোসেন, লিটন দাস, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ক্রেইগ ব্রাফেট (অধিনায়ক), জশুয়া ডি সিলভা, অলিক আথানেজ, কিসি কার্টি, জাস্টিন গ্রেভস, কাভেম হজ, আলজারি জোসেফ, শামার জোসেফ, মিকাইল লুইস, কেমার রোচ, জেইডেন সিলস।



শেয়ার করুন :