সর্বশেষ দুই সফরেই অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতেছে ভারত। এবার টানা তৃতীয়বারের মতো সিরিজ জয়ের লক্ষ্য টিম ইন্ডিয়ার। ঘরের মাঠে নাজেহাল হলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগেই ভয় দেখাচ্ছে তারা। অন্যদিকে, ঘরের মাঠে দশ বছর টেস্ট সিরিজ জিততে না পারার বন্ধ্যাত্ব ঘোচাতে চায় অস্ট্রেলিয়া।
শুক্রবার (২২ নভেম্বর) স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে টিম ইন্ডিয়া। সিরিজ জয়ের লক্ষ্যের পাশাপাশি তৃতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার পথে টিকে থাতে ভারত এবং অস্ট্রেলিয়ার সামনে সমান চ্যালেঞ্জ।
নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাকে ছাড়াই মাঠে নামবে ভারত। দ্বিতীয় সন্তানের বাবা হওয়ার কারণে প্রথম টেস্টে খেলছেন না রোহিত। প্রথম টেস্টে নেতৃত্ব দিবেন দলের সেরা পেসার জসপ্রিত বুমরাহ।
প্রথম টেস্টের আগে সাংবাদ সম্মেলনে বুমরাহ বলেন, “ক্রিকেটের সৌন্দর্যটাই এমন। আপনি সবসময় শূন্য থেকে শুরু করতে পারেন। নিউজিল্যান্ড সিরিজ থেকে আমরা শিক্ষা নিয়েছি। অবশ্যই নিউজিল্যান্ড সিরিজ নিয়ে আমরা হতাশ। কিন্তু আমরা অতীতের কোন বোঝা বইতে চাই না। আমরা এখানে নতুন মানসিকতা নিয়ে এসেছি। ঘরের মাঠে পরিস্থিতি ভিন্ন ছিল, এখানের পরিস্থিতি অন্য রকম।”
রোহিত না থাকায় যশ্বসী জয়সওয়ালের সাথে ইনিংস উদ্বোধন করবেন লোকেশ রাহুল। আঙুলের ইনজুরিতে প্রথম টেস্টে অনিশ্চিত শুভমান গিল। তার জায়গায় খেলতে পারেন দেবদূত পাড্ডিকাল। এসবের মাঝে ভারতের বড় চিন্তার কারণ কোহলির ফর্ম।
কোহলিকে নিয়ে বুমরাহ বলেন, “সে (কোহলি) ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড়। আমাদের দলে কোহলি সবচেয়ে পেশাদার। তার অনেক সাফল্য আছে। একটা-দু’টো সিরিজ খারাপ যেতেই পারে। কোহলিকে কোনও পরামর্শ দেওয়ার প্রয়োজন নেই। অস্ট্রেলিয়ার মাটিতে সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে মরিয়া সে।”
এদিকে, ভারতকে কোন প্রকার ছাড় দিতে রাজি নয় অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম দিন থেকেই আক্রমনাত্মক ক্রিকেট খেলার ইঙ্গিত অসি অধিনায়ক প্যাট কামিন্সের।
কামিন্স বলেন, “আগের দুই সফরে ভালো ক্রিকেট খেলেছে ভারত। তবে আমাদেরও অনেক ভুল ছিল। তবে এবার ভারতকে কোন প্রকার ছাড় দেওয়া হবে না। সিরিজের প্রথম দিন থেকেই ভারতের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলবো আমরা।”
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে অস্ট্রেলিয়া-ভারত ছাড়াও শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা দৌড়ে রয়েছে। ১২ ম্যাচে ৬২.৫০ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অস্ট্রেলিয়া। টেবিলের দ্বিতীয়স্থানে আছে ভারত। ১৪ ম্যাচে ৫৮.৩৩ শতাংশ পয়েন্ট আছে টিম ইন্ডিয়ার।
ভারত দল
জসপ্রিত বুমরাহ (অধিনায়ক), যশ্বসী জয়সওয়াল, অভিমান্য ইশ্বরণ, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋসভ পান্থ, সরফরাজ খান, ধ্রুব জুরেল, রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সিরাজ, প্রষিদ্ধ কৃষ্ণা, আকাশ দীপ, হর্ষিত রানা, নিতিশ কুমার রেড্ডি ও ওয়াশিংটন সুন্দর।
অস্ট্রেলিয়া দল
প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোলান্ড, অ্যালেক্স ক্যারি, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লিঁও, মিচেল মার্শ, নাথান ম্যাকসুয়েনে, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক।