বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। ক্রেইগ ব্র্যাথওয়েটের নেতৃত্বে অভিজ্ঞ এবং ফর্মে থাকা খেলোয়াড়দের পাশাপাশি নতুন প্রতিভারদের নিয়ে বেশ শক্তিশালী দল গঠন করেছে সিডব্লিউআই।
২২ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অ্যান্টিগা এবং জ্যামাইকার ভেন্যুতে অনুষ্ঠিত হবে দুটি ম্যাচের টেস্ট সিরিজটি। সিরিজের দুটি ম্যাচই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
বাংলাদেশের বিপক্ষে এ টেস্ট সিরিজে সিজি ইউনাইটেড সুপার৫০ কাপে তিনটি সেঞ্চুরি করা জাস্টিন গ্রিভস ডাক পেয়েছেন। এছাড়া স্পিন বোলিং অপশন হিসেবে কেভিন সিনক্লেয়ারও রয়েছে দলে।
তবে কাঁধের ইনজুরির কারণে দলে জায়গা হারিয়েছেন জেসন হোল্ডার। ইনজুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকায় বাংলাদেশের বিপক্ষে নিজেদের মাঠে দুই ম্যাচের এ সিরিজে তিনি খেলতে পারছেন না।
বাংলাদেশের বিপক্ষে দল ও সিরিজ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ আন্দ্রে কোলি বেশ আশাবাদি। তিনি বলেছেন, “আমরা আশা করি বাংলাদেশের বিপক্ষে সিরিজটি দুটি দলের মধ্যে বেশ প্রতিযোগিতামূলক হবে।”
নিজ দল নিয়ে আন্দ্রে কোলি বলেন, “দুই দিনের প্রস্তুতি ম্যাচ এবং প্রশিক্ষণের মাধ্যমে সিরিজের জন্য ছেলেরা সম্ভাব্য সর্বোত্তম প্রস্তুতি নিতে পারবে বলে আশা করি। কারণ, দলের অভিজ্ঞ এবং উদীয়মান ক্রিকেটাররা তাদের দক্ষতা উন্নত করার সুযোগ পাবে।”
ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল
ক্রেইগ ব্র্যাথওয়েট (ক্যাপ্টেন), জশুয়া ডা সিলভা (ভাইস-ক্যাপ্টেন), অ্যালিক অ্যাথানাজে, কেসি কার্টি, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, টেভিন ইমলাক, আলজারি জোসেফ, শামার জোসেফ, মিকাইল লুইস, অ্যান্ডারসন ফিলিপ, কেমার রোচ, জয়ডেন সিলস, কেভিন সিনক্লেয়ার, জোমেল ওয়ারিক্যান।