শান্তর নেতৃত্বেই ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩৮ পিএম, ১১ নভেম্বর ২০২৪
শান্তর নেতৃত্বেই ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ

ফাইল ফটো

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ১৫ সদস্যের দলে সহ-অধিনায়ক হিসেবে রয়েছেন মেহেদী হাসান মিরাজ।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত এ সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ২২ নভেম্বর, অ্যান্টিগায় এবং দ্বিতীয় ম্যাচটি জ্যামাইকায় শুরু হবে ৩০ নভেম্বর।

নিজের পারফরম্যান্স এবং নির্বাচন প্যানেলের সাথে ‌‘দূরত্ব’ থাকায় নেতৃত্ব ছাড়তে চেয়েছিলেন তিন ফর‌ম্যাটেই দায়িত্বে থাকা নাজমুল হোসেন শান্ত। তবে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সাথে কথা বলার পর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ‍সিরিজে তাকেই নেতৃত্ব দিতে দেখা যায়।

আফগানিস্তানের পর এবার ওয়েস্টি ইন্ডিজ সফরেও টেস্ট সিরিজে শান্তর কাঁধেই নেতৃত্বের ভার রাখা হয়েছে। ফলে অফিসিয়াল কোন ঘোষণা না থাকলেও আপাতত বাংলাদেশ ক্রিকেটের তিন ফরম্যাটের নেতৃত্ব শান্তর হাতেই থাকছে।

চোটের কারণে দলে নেই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। তবে দলে ফিরেছেন দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। 

এদিকে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে খেলে টেস্ট থেকে বিদায় নিতে চাইলেও সেটি পারেননি সাকিব আল হাসান। নিরাপত্তা ইস্যুতে ঘরের মাঠে খেলতে না পারা সাকিব ওয়েস্ট ইন্ডিজ সফরেও নেই। ফলে টি-টোয়েন্টির পর সাকিব এখন টেস্টেও সাবেক ক্রিকেটার।

ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ টেস্ট দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), শাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মমিনুল হক সৌরব, মাহিদুল ইসলাম অঙ্কন, লিটন কুমার দাস (উইকেটকিপার), জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, মো. তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা এবং হাসান মুরাদ।



শেয়ার করুন :