নাজমুল হোসেন শান্ত-মুশফিকদের ব্যর্থতার পর ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন মুমিনুল হক। সাবেক এ অধিনায়কের সাথে দারুণ সঙ্গ দিচ্ছেন তাইজুল ইসলাম। প্রথম ঘণ্টায় এলোমেলোর পর এ দু'জনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৮ উইকেটে ১৩৭ রানে মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ।
৪৮ রানে আট উইকেট হারানোর পর ব্যাট হাতে মমিনুলের সাথে নবম উইকেটে জুটি গড়েন তাইজুল ইসলাম। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে তাদের ব্যাটিং জুটি থেকে আসে ৮৯ রান। ব্যাট হাতে ৭৪ রানে মমিনুল এবং ১৮ রানে তাইজুল অপরাজিত রয়েছেন।
এর আগে তৃতীয় দিনের প্রথম ঘণ্টায় দলীয় ১০ রান তুলতে ৪ উইকেট হারায় বাংলাদেশ। আগের দিনের ৩৮ রানের সাথে ১০ রান যোগ করতেই বাংলাদেশের উইকেট হারানোর সংখ্যা গিয়ে দাঁড়ায় ৪৮ রানে ৮ উইকেট।
আগের দিনে ৪ রানে নাজমুল হোসেন শান্ত ৯ রানে দিনের প্রথম উইকেট উপহার দেন। এরপর মুশফিক শূন্য, মিরাজ ১ এবং অঙ্কন শূন্য রানে সাজঘরে ফিরেছেন।