চট্টগ্রামে বল হাতে দক্ষিণ আফ্রিকা ব্যাটারদের আটকাতে না পারলেও নিজেরা ব্যাট করতেই পারছে না বাংলাদেশ। তৃতীয় দিনের সকালে ১০ রানের মধ্যে চার উইকেট হারিয়ে বসেছে টাইগাররা। ব্যাট করেছে মাত্র ৪.৩ ওভার।
দ্বিতীয় দিনে ৫৭৫ রানে ইনিংস ঘোষণার পর ৯ ওভার ব্যাট করেছিল বাংলাদেশ। যেখানে ৩৮ রানে বিপরীতে বাংলাদেশের হারাতে হয়েিছিল ৪ উইকেট। ব্যাট হাতে মমিনুল হক ৬ এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৪ রানে অপরাজিত ছিলেন।
৫৩৭ রান পিছিয়ে থেকে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) তৃতীয় দিনে ব্যাট করতে নেমেই অধিনায়ককে হারায় বাংলাদেশ। দিনের চতুর্থ ওভারের শেষ বলে রাবাদার কাছে উইকেট বিলিয়ে দেন শান্ত। আগের দিনের ৪ রানের সাথে মাত্র ৫ রান যোগ করে ৯ রান নিয়ে সাজঘরে ফিরেন এ টাইগার অধিনায়ক।
শান্ত চলে যাওয়ার ধাক্কা সামলে ওঠার আগেই হতাশ করেন অভিজ্ঞ মুশফিুর রহিম। মমিনুল হকের সাথে ব্যাটিং জুটিতে ২ বল খেলে খালি হাতে আউট হন তিনি। দলীয় ৪৭ রানে ষষ্ট উইকেট হারায় বাংলাদেশ।
পর পর দুই উইকেট হারানোর বাংলাদেশ বাকি এব রানের মধ্যে আরও দুই উইকেট হারায়। ১৫তম ওভারের প্রথম বলে মেহেদী হাসান মিরাজ (১) এবং ওভারের তৃতীয় বলে ডাক মারেন অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কন। ফলে ৪৮ রানে অষ্টম উইকেট হারায় বাংলাদেশ।