ব্যাটিংয়ে নেমেই ধস, ৩৮ রানে ৪ উইকেট নেই বাংলাদেশের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১৯ পিএম, ৩০ অক্টোবর ২০২৪
ব্যাটিংয়ে নেমেই ধস, ৩৮ রানে ৪ উইকেট নেই বাংলাদেশের

দক্ষিণ আফ্রিকার ৫৭৫ রানে প্রথম ইনিংস ঘোষণার পর শেষ বিকেলে ব্যাট করতে নেমে বিপদে পড়েছে বাংলাদেশ। মাত্র ৯ ওভার ব্যাট করলেও ৩৮ রানে হারাতে হয়েছে মূল্যবান চারটি উইকেট। ফলে দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসেই ৫৩৭ রান পিছিয়ে রয়েছে স্বাগতিকরা।

ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ওভারের পঞ্চম বলে খালি হাতে সাজঘরে ফিরেন সাদান ইসলাম। শুরুর ধাক্কা সামলে ওঠার আগেই দ্বিতীয় উইকেট হারিয়ে বসে টাইগাররা।

দলীয় ২১ রানে ওয়ান ডাউনে নামা জাকির হাসান ফিরেন ব্যক্তিগত ২ রানে। এরপর তৃতীয় উইকেট হিসেবে সাজঘরের পথ ধরেন ওপেনার মাহমুদুল হাসান জয়। ২১ বল খেলে এক চারে ১০ রান করেছিলেন তিনি। ফলে দলীয় ২৯ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।

পর পর তিন উইকেট হারানোর ফলে পেসার হাসান মাহমুদকে ব্যাটিংয়ে পাঠানো হয়। সেটাই কাজে লাগেনি। সাত বল খেলা ব্যক্তিগত ২ রানে হাসানও ফিরেন সাজঘরে। সপ্তম ওভারের শেষ বলে হাসান ফেরায় ৩২ রানে ৪ উইকেট হারায় টাইগাররা।

শেষ দিকে আর কোন উইকেট না হারানোয় ৪ উইকেটে ৩৮ রান নিয়ে দিন শেষ করে বাংলাদেশ। ব্যাট হাতে অভিজ্ঞ মমিনুল হক ৬ এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৪ রানে অপরাজিত রয়েছেন।

বল হাতে কাগিসো রাবাদা ২টি এবং ডেইন পিটারসন ও কেশব মহারাজ একটি করে উইকেট শিকার করেন।

এর আগে দক্ষিণ আফ্রিকার ইনিংসে তিন ব্যাটার সেঞ্চুরি করেছেন। ডি জর্জি ১৭৭, স্টাবস ১০৬ এবং মুল্ডার অপরাজিত ১০৫ রান করেন।

প্রোটিয়াদের তিন ব্যাটারের সেঞ্চুরির উপর ভর করে ৬ উইকেটে ৫৭৫ রান করে ইনিংস ঘোষণা করেছে। দক্ষিণ আফ্রিার বিপক্ষে বল হাতে ৫ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম।



শেয়ার করুন :