চট্টগ্রাম টেস্টে তিন সেঞ্চুরিতে ৫৭৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করলো দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় দিনের তৃতীয় সেশনে এসে ৬ উইকেটে এ সংগ্রহ গড়ে প্রোটিয়ারা।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ১৩৫ ওভারে ৬ উইকেটে ৫২৭ রান তুলে দ্বিতীয় দিনের চা-বিরতিতে গিয়েছিল সফরকারী দক্ষিণ আফ্রিকা। মুল্ডার ৭৮ ও মুতুসামি ৪৭ রানে অপরাজিত ছিলেন।
বিরতি থেকে ফিরে মুল্ডার সেঞ্চুরি করলে ৬ উইকেটে ৫৭৫ রানে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। ব্যাট হাতে মুল্ডার ১০৫ ও মুতুসামি ৬৮ রানে অপরাজিত ছিলেন।
বাংলাদেশের বিপক্ষে টেস্টে এটি দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান। আগের রেকর্ডটি ছিল ৭ উইকেটে ৫৮৩ রান।
এর আগে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনেই সেঞ্চুরি করেন দুই ব্যাটার, স্টাবস এবং জর্জি। স্টাবস ১০৬ রানে আউট হলেও ১৪১ রানে অপরাজিত ছিলেন জর্জি। বুধবার ১৭৭ রানে থামেন তিনি।
বাংলাদেশের পক্ষে বল হাতে তাইজুল ইসলাম ৫টি এবং নাহিদ রানা একটি উইকেট শিকার করেন।