জীবন পাওয়া জর্জির সেঞ্চুরি, রান পাহাড়ে ছুটছে প্রোটিয়ারা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:০২ পিএম, ২৯ অক্টোবর ২০২৪
জীবন পাওয়া জর্জির সেঞ্চুরি, রান পাহাড়ে ছুটছে প্রোটিয়ারা

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বিপক্ষে রান পাহাড়ে ছুটছে দক্ষিণ আফ্রিকা। ওপেনার টনি ডি জর্জির সেঞ্চুরি এবং ট্রিস্টান স্টাবসের ফিফটিতে ২০৫ রানে দ্বিতীয় সেশন শেষ করেছে সফরকারীরা। অভিষিক্ত উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অঙ্কন ক্যাচবন্দি করতে না পারায় ব্যক্তিগত ৬ রানে জীবন পেয়েছিলেন জর্জি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম সেশন নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারেনি বাংলাদেশ। তবে প্রথম সেশনে একটি উইকেট পেলেও দ্বিতীয় সেশনে সেটিও সম্ভব হয়নি। ম্যাচের পুরো নিয়ন্ত্রণে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

প্রথম সেসশে ২৮ ওভারে ১ উইকেটে ১০৯ রান তুলে মধ্যাহ্ন-বিরতিতে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। সে সময় দলীয় ২৫ রানে ভাঙতে পারতো প্রোটিয়াদের উদ্বোধনী জুটি। সপ্তম ওভারে বাংলাদেশ পেসার হাসান মাহমুদের প্রথম বলে দক্ষিণ আফ্রিকার ওপেনার টনি ডি জর্জির ক্যাচ ধরতে পারেননি অভিষিক্ত উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অঙ্কন।

৬ রানে জীবন পাওয়া জর্জি দ্বিতীয় সেশনে তুলে নিয়েছেন সেঞ্চুরি। ১৪৬ বলে ৮টি চার ও দুটি ছক্কার মারে সেঞ্চুরি তুলে নেন তিনি। ক্যারিয়ারের অষ্টম টেস্টে এসে প্রথমবারের মতো সেঞ্চুরির দেখা পেলেন জর্জি। এর আগে ২টি ফিফটি থাকলেও সেঞ্চুরি ছিল না।

দ্বিতীয় সেশনের বিরতিতে যাওয়ার আগে জর্জির সাথে ফিফটি করে অপরাজিত ছিলেন ট্রিস্টান স্টাবস। ১৬৮ বল থেকে তিন চার ও এক ছক্কায় ৬৪ রানে অপরাজিত রয়েছেন তিনি।



শেয়ার করুন :