চট্টগ্রাম টেস্টের প্রথম সেশনে দক্ষিণ আফ্রিকার দাপট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৫ পিএম, ২৯ অক্টোবর ২০২৪
চট্টগ্রাম টেস্টের প্রথম সেশনে দক্ষিণ আফ্রিকার দাপট

বন্দর নগরী চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে ব্যাট হাতে দাপুটে খেলেছে দক্ষিণ আফ্রিকা। টস জিতে প্রথমে ব্যাট করে মাধাহ্ন বিরতিতে যাওয়ার আগে এক উইকেট হারিয়ে ১০৯ রান করেছে তারা। বাংলাদেশের পক্ষে একমাত্র উইকেটটি তুলে নিয়েছেন স্পিনার তাইজুল ইসলাম।

সিরিজের প্রথম টেস্টে মিরপুরে প্রথম দিনের প্রথম সেশনে ৬ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। তবে চট্টগ্রামে ভিন্ন কিছু দেখালো দক্ষিণ আফ্রিকা। মধাহ্ন বিরতিতে যাওয়ার আগে ব্যাট হাতে রীতিমত টাইগার বোলারদের উপর দাপট দেখিয়ে খেলেছে প্রোটিয়া ব্যাটাররা।

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের প্রথম সেশন পুরোপুরি প্রোটিয়া ব্যাটারদের নিয়ন্ত্রণে ছিল। টাইগাররা বোলাররা প্রোটিয়া ব্যাটারদের খুব বেশি বিপদে ফেলতে পারেননি।

প্রথম সেশনে দক্ষিণ আফ্রিকার একমাত্র উইকেট হারায় ইনিংসের ১৮তম ওভারের প্রথম বলে। তাইজুলের করা বলে নিজের ভুলে ব্যাট চালিয়ে ক্যাচবন্দি হোন এডেন মার্করাম। দুই চারে ৩৩ রানে তিনি সাজঘরে ফিরলে প্রোটিয়াদের দলীয় ৬৯ রানে উদ্বোধনী জুটি ভাঙে।

এরপর আর কোন বিপদে পড়েনি দক্ষিণ আফ্রিকা। লাঞ্চে যাওয়ার আগে সফরকারীদের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ১০৯ রান। ব্যাট হাতে ডি জর্জি ৪৯ এবং ২৩ রানে অপরাজিত রয়েছেন ত্রিস্তান স্টাবস। প্রথম সেশনে খেলা হয়েছে ২৮ ওভার।



শেয়ার করুন :