দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট মাঠে গড়ানোর আগের দিন দলে পরিবর্তন আনলো বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলি অনিকের জায়গায় বাংলাদেশ দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন মিডল অর্ডার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিবার্চক প্যানেল জানিয়েছে, কনকাশন সমস্যায় দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়েছেন ২৫ বছর বয়সী জাকের।
জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান বলেন, “অনুশীলনে ব্যাট করার সময় (সোমবার) জাকের কনকাশনের শিকার হন। এখনও তিনি ভুগছেন এবং তার উপসর্গ আছে। পূর্বের কনকাশন বিবেচনা করলে তার সেড়ে উঠতে সময় লাগবে।”
৪৩ টি প্রথম শ্রেণির ম্যাচে ১৯৩৪ রান করেছেন ঢাকা বিভাগের ব্যাটার অঙ্কন। চলমান জাতীয় ক্রিকেট লিগে মাত্র ১টি ম্যাচ খেলেই সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। সিলেট বিভাগের বিপক্ষে ১১৮ রানের ইনিংস খেলেছেন অঙ্কন।
ঢাকায় সিরিজের প্রথম ম্যাচ হেরে ১-০ তে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। ফলে চট্টগ্রাম টেস্ট বাংলাদেশের জন্য যেমনি সিরিজ রক্ষার তেমনি হোয়াইটওয়াশ থেকে বাঁচারও।
চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ, মাহিদুল ইসলাম অঙ্কন এবং সৈয়দ খালেদ আহমেদ।