চট্টগ্রামে ব্যাটারদের সুযোগ দেখছেন তাইজুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২৫ পিএম, ২৮ অক্টোবর ২০২৪
চট্টগ্রামে ব্যাটারদের সুযোগ দেখছেন তাইজুল

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে ব্যাটিং ব্যর্থতায় হেরে গেছে বাংলাদেশ। এখন সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে চট্টগ্রামে টাইগার ব্যাটারদের জন্য ঘুরে দাঁড়ানোর আরও একটি সুযোগ দেখছেন স্পিনার তাইজুল ইসলাম। হতাশ প্রকাশ করে বলেন, সত্যি বলতে টিম হিসেবে বাংলাদেশের যেমনটা খেলার কথা সেটা হচ্ছে না।

মঙ্গলবার (২৯ অক্টোবর) থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজে শেষ ও দ্বিতীয় টেস্ট ম্যাচ। তার আগে সোমবার (২৮ অক্টোবর) সকালে নিজেদের প্রস্তুতি শেষ করেছে নাজমুল হোসেন শান্তরা।

অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন তাইজুল ইসলাম। মিরপুরের পর চট্টগ্রামে ব্যাটারদের ঘুরে দাঁড়ানোর জন্য আরও একটি সুযোগ কি-না জানতে চাইলে তাইজুল তা স্বীকার করেন।
sportsmail24

তিনি বলেন, “প্রত্যেকটা ম্যাচ আসা মানেই একটা সুযোগ। সেদিক থেকে আমার কাছে মনে হয় যে, আরেকটা সুযোগ ব্যাটারদের জন্য। সত্যি কথা বলতে আমাদের টিম হিসেবে একটা পারফরম্যান্স হওয়ার কথা, ওইটা হচ্ছে না।”

তাইজুল আরও বলেন, “ব্যক্তিগতভাবে একেকজন একেক ম্যাচে ভালো খেলতেছে। তবে দল হিসেবে যদি আমরা একটা বা দু’টা পার্টনারশীপ দিতে পারি, দুই-একজন যদি সেঞ্চুরি, দুই-একজন যদি ফিফটি কাছে যেতে পারি হয়তোবা আমাদের টার্গেটা বড় হবে।”
sportsmail24

মিরপুরে না পারলেও চট্টগ্রামে ব্যাটারদের ব্যাট জ্বলে ওঠার আশা প্রকাশ করে দলের সিনিয়র এ ক্রিকেটার বলেন, “ইনশা আল্লাহ, আমাদের সবার মনে... সবাই হার্ডওয়ার্কও করতেছে, মন থেকে চাচ্ছে; সামহাউ হচ্ছে না। তো ইনশা আল্লাহ এ ম্যাচে আমরা ভালো কিছু করার চেষ্টা করবো।”

মিরপুর টেস্টে ব্যাটিং ব্যর্থতায় ৭ উইকেটে হেরে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে মাত্র ১০৬ রানে অলআউট হয়েছিল টাইগাররা। শুরুতেই এমন বাজে ব্যাটিংয়ের কারণে দ্বিতীয় ইনিংসে ৩০৭ রান করে বড় টার্গেট দিতে পারেনি বাংলাদেশ। প্রথম ইনিংসে ৩০৮ রান করা দক্ষিণ আফ্রিকা তাই সহজে জয় তুলে নেয়।



শেয়ার করুন :