বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়কত্ব থেকে নাজমুল হোসেন শান্তর সরে দাঁড়ানোর গুঞ্জন রয়েছে। বিষয়টি সত্য হলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিতব্য টেস্টই হতে যাচ্ছে শান্ত অধিনায়কত্ব অধ্যায়। শান্তর পর বিসিবি যদি চায় তাহলে বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব দিতে শতভাগ প্রস্তুতি তাইজুল ইসলাম।
মঙ্গলবার (২৯ অক্টোবর) থেকে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় ও সিরিজের শেষ টেস্ট। তার আগে সোমবার (২৮ অক্টোবর) অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন টাইগাই স্পিনার তাইজুল ইসলাম।
সংবাদ সম্মেলনে নানা প্রশ্নের মাঝে টেস্ট অধিনায়কত্ব নিয়ে এক প্রশ্নের জবাবে অভিজ্ঞ তাইজুল ইসলাম বলেন, “যেহেতু দশ বছর ধরে খেলছি, তো পুরোটাই (অধিনায়কত্ব করতে) তৈরি।”
নিজের অধিনায়ক হতে তৈরি জানালেও নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে কোন কিছু জানেন না তাইজুল। বলেন, “আসলে এ বিষয়ে আমি এখনো কিছু শুনিই নাই। এটা আমার পার্ট না। তো, এ বিষয়ে আমি সঠিকটা জানি না।”
সিরিজের প্রথম ম্যাচে মিরপুরে হেরে গেছে বাংলাদেশ। ফলে চট্টগ্রামের টেস্ট বাংলাদেশের জন্য সিরিজ রক্ষা কিংবা হোয়াইটওয়াশ থেকে বাঁচার ম্যাচ।
বাঁচা মরার এ টেস্টে জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছেন না তাইজুল ইসলাম। বলেন, “আমাদের টার্গেট তো একটাই থাকবে। আমরা জেতার জন্যই খেলবো। তবে পরিস্থিতি কেমন হবে সেটা ম্যাচ খেললে বোঝা যাবে। তবে আমাদের প্রধান টার্গেট থাকবে একটা টিম হয়ে খেলার জন্য। সেটা ব্যাটিং বোলিং ফিল্ডিং যেটাই হোক না কেন। তো আমরা চেষ্টা করবো জেতার জন্য।”
একাদশ নিয়ে তিনি বলেন, “এখানে (চট্টগ্রামে) আইডিয়া (উইকেট নিয়ে) আমাদের ওভাবে দেওয়া হয়নি। তবে সবাইকে প্রস্তুতি নিয়ে থাকতে বলা হয়েছে। কালকে (মঙ্গলবার) ম্যাচ, একাদশ কেমন হবে সেটা কালকেই জানা যাবে।”