সেঞ্চুরি বঞ্চিত মিরাজ, প্রোটিয়াদের লক্ষ্য ১০৬ রান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৭ এএম, ২৪ অক্টোবর ২০২৪
সেঞ্চুরি বঞ্চিত মিরাজ, প্রোটিয়াদের লক্ষ্য ১০৬ রান

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্টে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়েই সফল হতে পারলো না মেহেদী হাসান মিরাজ। শেষ উইকেট হিসেবে মিরাজ ৯৭ রানে হলে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩০৭ রান। ফলে ঢাকা টেস্টে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১০৬ রান।

তৃতীয় দিন বৃষ্টির পর আলোকস্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ছিল ৭ উইকেটে ২৮৩। অর্থাৎ, ৮১ রানের লিড নিয়ে দিন শেষ করেছিল বাংলাদেশ। ব্যাট হাতে মেহেদী হাসান মিরাজ ৮৭ এবং নাঈম হাসান ১৬ রানে অপরাজিত ছিলেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) মাত্র ২৫ মিনিটে ৪.৫ ওভার ব্যাট করতে পেরেছে বাংলাদেশ। দলীয় ২৮৩ রানের সাথে ২৪ রান যোগ করতে পারেন তিন ব্যাটার। আগের দিন ৮৭ রানে অপরাজিত থাকা মিরাজও সেঞ্চুরি বঞ্চিত হন।

দিনের শুরুতেই ফিরেন নাঈম হাসান। আগের দিনের ১৬ রানের কোন রান যোগ করতে না পারেননি তিনি। নবম উইকেট হিসেবে মিরাজের সাথে জুটি গড়েন তাইজুল ইসলাম। তবে দলীয় ৩০৩ রানে তাইজুলও ফিরেন। শেষ উইকেট হিসেবে মিরাজের সঙ্গী হন হাসান মাহমুদ। তবে ৯৭ রান করা মিরাজ ক্যাচবন্দি হলে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস।

১৯১ বল খেলে ১০টি চার ও এক ছক্কায় ৯৭ রান করেন মেহেদী হাসান মিরাজ। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়েও বঞ্চিত হন তিনি। বাংলাদেশের ইনিংস থামে ৩০৭ রানে।



শেয়ার করুন :