অভিষেক টেস্টে জাকের আলীর ফিফটি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৪৪ পিএম, ২৩ অক্টোবর ২০২৪
অভিষেক টেস্টে জাকের আলীর ফিফটি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে লাল বলের ক্রিকেটে অভিষেক হয় জাকের আলী অনিকের। অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে তুলে নিয়েছেন ফিফটি। মিরাজের সাথে দারুণ সঙ্গ দিয়ে ক্যারিয়ারের প্রথম টেস্টের ফিফটি করলেন এ টি-টোয়েন্টি ব্যাটারের।

মিরপুর টেস্টে প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের ব্যাটারদের এমন বাজে পারফম্যান্সে জাকের আলীও ব্যর্থ হন। আট নম্বরে ব্যাট হাতে মাঠে নেমে ১৫ বল খেলে মাত্র ২ রানে ফিরেছিলেন জাকের আলী।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসে ভুল করেননি জাকের। আ নম্বরে ব্যাট করতে নামলেও মেহেদী হাসান মিরাজের সাথে দারুণ সঙ্গ দেন তিনি। ব্যাট হাতে ফিফটি তুলে নেন তিনি।
sportsmail24
১৩৮ রানে জুটি গড়েন জাকের আলী এবং মেহেদী হাসান মিরাজ, ছবি: বিসিবি

১১১ বল খেলে ৭টি চারের মারে ৫৮ রানে সাজঘরে ফিরেন জাকের আলী। ব্যাট হাতে এ ইনিংস খেলার পথে মিরাজের সাথে ১৩৮ রানে জুটি গড়েন জাকের। ১৪৫ বল খেলে তারা এ রান করেন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের এটি যেকোন উইকেট জুটিতে সর্বোচ্চ রান। ২০০৩ সালে চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় উইকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৩১ রান যোগ করেছিলেন হাবিবুল বাশার ও জাভেদ ওমর। যা এতদিন সর্বোচ্চ জুটি ছিল।

এছাড়া বাংলাদেশ টেস্ট ক্রিকেটের সপ্তম উইকেটে মিরাজ ও জাকের এটি দ্বাদশ শতরানের জুটি। যেখানে আগের চারটি শতরানের জুটিতেই মিরাজের নাম যুক্ত রয়েছে। এবার অভিষিক্ত জাকের আলীকে নিয়েও ব্যাটিং রেকর্ড গড়লেন তিনি।



শেয়ার করুন :