প্রোটিয়াদের লিড ২০২, দ্বিতীয় ইনিংসেও টাইগারদের হতাশার ব্যাটিং

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:০৪ পিএম, ২২ অক্টোবর ২০২৪
প্রোটিয়াদের লিড ২০২, দ্বিতীয় ইনিংসেও টাইগারদের হতাশার ব্যাটিং

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২০২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে শুরুতেই চাপে পড়েছে স্বাগতিক বাংলাদেশ। ৭ ওভারে ২ উইকেটে ১৯ রান তুলে দ্বিতীয় দিনের চা-বিরতিতে গিয়েছে টাইগাররা।

প্রথম ইনিংসে বাংলাদেশের ১০৬ রানের জবাবে উইকেটরক্ষক-ব্যাটার কাইল ভেরেনির সেঞ্চুরিতে ৩০৮ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংস থেকে ২০২ রানের লিড পায় প্রোটিয়ারা। ভেরেনি ১১৪ রান করেন।

নিজেদের দ্বিতীয় ইনিংসের তৃতীয় ওভারে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদার বলে ১ রানে আউট হন ওপেনার সাদমান ইসলাম। একই ওভারে রাবাদার শিকার হয়ে শূন্য হাতে সাজঘরে ফিরেন মোমিনুল হক।

৪ রানে ২ উইকেট পতনের পর তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন ১৫ রান তুলে চা-বিরতিতে গিয়েছেন আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। জয় ১১ ও শান্ত ৫ রানে অপরাজিত আছেন। দক্ষিণ আফ্রিকার রাবাদা ২ রানে ২ উইকেট নেন।



শেয়ার করুন :