ইনিংসের ১৪তম ওভারে মুশফিকুর রহীমকে আউট রে টেস্টে ক্যারিয়ারের ৩০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছেন কাগিসো রাবাদা। ক্যারিয়ারের ৬৫তম টেস্ট ম্যাচে এ মাইলফলক ছুঁলেন তিনি। তবে মাত্র ১১ রানে আউট হওয়ায় ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে পারেননি মুশফিক।
মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ব্যাটিং ব্যর্থতার কাতারেই রয়েছে বাংলাদেশ। নিজেদের মাঠে খেলা হলেও প্রোটিয়াদের বল যেন চোখেই দেখছে না শান্ত-মুশফিকরা।
সোমবার (২১ অক্টোবর) সিরিজের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে ব্যাটিংয়ে সেই চিরচেনা রূপে বাংলাদেশ। ব্যাটাররা রয়েছে যাওয়া-আসার মাঝে।
দলের এমন অবস্থায় অভিজ্ঞ মুশফিকও ব্যাট হাতে হাল ধরতে পারেননি। পঞ্চম ব্যাটার হিসেবে উইকেটে গিয়ে থিতু হতে পারেননি। রাবাদার করা ইনিংসের ১৪তম ওভারের পঞ্চম বলে বোল্ড হয়ে ফিরেন তিনি।
মুশফিককে আউট করে টেস্ট ক্যারিয়ারের ৩০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন কাগিসো রাবাদা। এর আগে ৬৪ টেস্টে ২৯৯ উইকেট নিয়ে মিরপুরে টেস্ট খেলতে নেমেছিলেন তিনি।
রাবাদা ৩’শ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করলেও হতাশ হন মুশফিক। ক্যারিয়ারের ৯৩তম টেস্ট ম্যাচে ৬ হাজার রানের দ্বারপ্রান্তে ছিলেন অভিজ্ঞ এ টাইগার ব্যাটার। মাত্র ৩৯ রান করলেই টেস্ট ক্রিকেটে ৬ হাজার রান ক্লাবে প্রবেশ করতেন তিনি।
১১ রানে আউট হওয়ায় সেই মাইলফলক থেকে এখন ২৮ রান দূরে রয়েছেন মুশফিক। এ মাইলফলক স্পর্শ করার জন্য এখন দ্বিতীয় ইনিংসের জন্য অপেক্ষা করতে হবে।
২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয় মুশফিকের। এরপর ধীরে ধীরে বাংলাদেশের ব্যাটিং লাইন-আপের অন্যতম ভরসা হয়ে ওঠেন তিনি। এ ম্যাচের আগে ৯২ ম্যাচে ১১টি সেঞ্চুরি ও ২৭টি হাফ-সেঞ্চুরিতে ৩৮.৪৫ গড়ে ৫৯৬১ রান করেছেন মুশফিক। টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক এ ডান-হাতি ব্যাটার।
মুশফিকের পর বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান ড্যাশিং ওপেনার তামিম ইকবালের। ৭০ ম্যাচে ১০টি শতক ও ৩১টি অর্ধশতকে ৫ হাজার ১৩৪ রান করেছেন তামিম। তালিকার তৃতীয়স্থানে আছেন সাকিব আল হাসান।