ব্যাঙ্গালুরুতে নিজেদের মাঠে অসহায়ত রোহিত শর্মারা। সিরিজের প্রথম টেস্টে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে গুটিয়ে গেছে স্বাগতিক ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ২০ রান করেছেন রিশাদ পান্ত। ঘরের মাঠে ভারতের এটি সর্বনিম্ন স্কোর।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমেছিল রোহিত শর্মারা। টেস্টে প্রথম দিনটি বৃষ্টিতে ভেসে গিয়েছে। ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। দলীয় ৯ রানে অধিনায়ক রোহিত শর্মা ফিরেন ব্যক্তিগত ২ রানে। পরের দু’জন ফিরেন খালি হাতে।
৯ বল খেলে কোন রান করতে না পারা বিরাট কোহলি ফিরেন খালি হাতে। ফলে দলীয় ৯ রানেই দ্বিতীয় উইকেট হারায় স্বাগতিকরা। ব্যাট হাতে হতাশ করে সরফরাজ খানও। তিন বলে খেলে তিনিও ফিরেন খালি হাতে। দলীয় ১০ রানে তৃতীয় উইকেট হারায় ভারত।
ওপেনার যশস্বী জয়সওয়ালের সাথে ব্যাট হাতে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন রিশাদ পান্ত। তবে দলীয় ৩১ রানে জয়সওয়াল ফিরে গেলে ভাঙে ২১ রানের জুটি। ভারতের প্রথম ইনিংসে এটিই সবচেয়ে বড় পার্টনারশীপ।
এরপর পান্ত আর কোন সঙ্গী পাননি বড় জুটি গড়ার। ভারতীয় ব্যাটারদের যাওয়া আসার মাঝে দলীয় ৩৯ রানে ফিরেন তিনি। ৪৯ বলে ২ চারে ২০ রান করেন পান্ত। যা ইনিংসের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।
পান্ত আউট হওয়ায় ৩৯ রানে ৮ উইকেট হারায় ভারত। বাকি দুই উইকেট থেকে আরও ৭ রান যোগ করতে পারে তারা। ফলে ৪৬ রানে গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস।
ভারতকে ৪৬ রানে গুটিয়ে দেওয়ার পথে বল হাতে দাপট দেখান নিউজিল্যান্ড দু’জন বোলার। দ্বিতীয় সেশনে ৩১.২ ওভারে ভারতকে অলআউট করার পথে ফাস্ট বোলার ম্যাট হেনরি ৫টি এবং উইলিয়াম ও'রোর্ক ৪টি উইকেট শিকার করেন।
নিজেদের মাঠে টেস্ট ক্রিকেটে ভারতের এটি সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার নতুন রেকর্ড। ঘরের মাঠে ভারতের আগের সর্বনিম্ন ছিল ৭৫ রান। ১৯৮৭ সালে নয়াদিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭৫ রানে গুটিয়ে গিয়েছিল ভারত।
এছাড়া বিদেশের মাটিতে ভারতের সর্বনিম্ন সংগ্রহ ছিল ৩৬ রান। ২০২০ সালে অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে গোলাপি বলে এ লজ্জা পেয়েছিল টিম ইন্ডিয়া।