সাকিবকে নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১৩ পিএম, ১৬ অক্টোবর ২০২৪
সাকিবকে নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা

সফররত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নাজমুল হোসের শান্তর নেতৃত্বাধীন প্রথম টেস্টে রয়েছেন সাকিব আল হাসান।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২১ অক্টোবর (সোমবার) থেকে মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। এ ম্যাচ দিয়েই লাল বলের ক্রিকেট থেকে বিদায় নেবেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

সর্বশেষ ভারত সফরে খেলা টেস্ট সিরিজ থেকে বাদ পড়েছেন পেসার খালেদ আহমেদ। বাকি সবাই ভারত সফরে সদস্য ছিলেন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এ টেস্ট সিরিজ দিয়ে নতুন কোচও পাচ্ছে বাংলাদেশ। চন্ডিকা হাথুরুসিংহেকে সরিয়ে দিয়ে নতুন কোচ ফিল সিমন্স নিয়োগ দেওয়া হয়েছে। দলের সাথে যোগ দিতে ইতিমধ্যে ঢাকায় পৌঁছেছেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ইতিমধ্যে ঢাকায় পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা দল। ঢাকায় প্রথম টেস্ট শেষ হওয়ার পর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৯ অক্টোবর।

বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, জাকির হাসান, মমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।



শেয়ার করুন :