দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর শেরে বাংলাদেশ ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট খেলে সাকিব আল হাসানের বিদায় নেওয়ার খুবই ভালো সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। হত্যা মামলার আসামী হওয়ায় দেশে ফিরতে পারছেন না সাকিব।
বিশ্বকাপে শেষ টি-টোয়েন্টি খেলে ফেলা সাকিব আল হাসান দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলতে চেয়েছেন সাকিব। তবে হত্যা মামলার আসামি হওয়া নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হতে চেয়েছেন।
মামলার বিষয়টি বিসিবির আওতাধীন নয় বিধার ব্যক্তি সাকিবের নিরাপত্তা দিতে পারবে না বলে এর আগে জানালেও এবার ভিন্ন কথা জানালেন বিসিবি সভাপতি। সোমবার (৭ অক্টোবর) বোর্ড শেষে বিসিবি সভাপতি ইতিবাচক বার্তা দিলেন।
এক প্রশ্নের জবাবে ফারুক আহমেদ বলেন, “সাকিবের সাথে আমার যোগাযোগ হয়েছে। সাকিবের বেশ ভালো সম্ভাবনা রয়েছে বাংলাদেশে অবসর (টেস্ট থেকে) নেওয়ার।”
এর আগে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও বলেছেন, তিনি ব্যক্তিগতভাবে দেশের মাটিতে খেলেই সাকিব আল হাসান বিদায় নিক এটা তিনি চান।
ছাত্র-আন্দোলনের সময় আওয়ামী লীগের সংসদ সদস্য হওয়ায় নিশ্চুপ ছিলেন সাকিব। শেখ হাসিনা সরকারের পতনের পর আন্দোলনে নিহত হওয়ার ঘটনায় সাকিব আল হাসানের নামেও হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া শেয়ারবাজারে কারসাজির অভিযোগে ইতিমধ্যে বড় অংকের জরিমানাও সম্মুখীন হয়েছেন সাকিব।