ব্যাটারদের দিকে তাকান, ৩০-৪০ বল খেলেই আউট: শান্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ০১ অক্টোবর ২০২৪
ব্যাটারদের দিকে তাকান, ৩০-৪০ বল খেলেই আউট: শান্ত

টেস্ট ক্রিকেটে বোলাররা ভালো করলেও টাইগার ব্যাটারদের অবস্থা বাজে। কানপুর টেস্টে দুই ইনিংসেই অলআউট হওয়া বাংলাদেশ খেলেছেন মোট ১২১.২ ওভার। এর মধ্যে পাঁচজন ব্যাটার ৪০টি বেশি বল খেলতে পেরেছেন। ম্যাচ শেষে সেটিই স্মরণ করিয়ে দিলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ম্যাচ শেষে শান্ত বলেন, “আমরা ভালো ব্যাটিং করিনি। আপনি যদি সব ব্যাটারের দিকে তাকান, তারা ৩০-৪০ বল খেলে আউট হন। একজন ব্যাটসম্যানের জন্য বড় রান পাওয়া গুরুত্বপূর্ণ।”

নাজমুল হাসান শান্তর এ কথা শতভাগ সত্য। ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে সেঞ্চুরি করা মমিনুল হক ১৯৪ বল খেলে করেছিলেন ১০৭ রান। এছাড়া ৩১ রান করা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত খেলেছেন ৫২ বল এবং ২০ রান করা মেহেদী হাসান মিরাজ খেলেছিলেন ৪২ বল। এই তিন ব্যাটার ছাড়া আর কেউ ৪০টি বল খেলতে পারেননি।

৩০ এর অধিক বল খেলেছেন আরও তিনজন। তারা হলেন- ২৪ রান করা সাদমান ইসলাম ৩৬ বল, ১১ রান করা মুশফিকুর রহীম ৩২ বল এবং ১৩ রান করা লিটন দাস খেলেছেন ৩০ বল।

প্রথম ইনিংসের ন্যায় দ্বিতীয় ইনিংসের ব্যাটিং ব্যর্থতার দৌড়ে ছিল টাইগার ব্যাটাররা। দ্বিতীয় ইনিংসের ৩০টি বেশি বল খেলেছেন মাত্র তিন ব্যাটার। ফিফটি করা সাদমান ইসলাম খেলেছেন ১০১ বল, ১৯ রান করা অধিনায়ক শান্ত খেলেছেন ৩৭ বল এবং ৩৭ রান করা মুশফিকুর রহীম খেলেছেন ৬৭ বল। এই তিন ব্যাটার ছাড়া বাকি সবাই ছিলেন ২০ বল খেলারও নিচে।

কানপুর টেস্টে বোলিং নিয়ে শান্ত বলেন, “দুই ইনিংসে আমরা যেভাবে বোলিং করেছি- আশা করি মেহেদী (মেহেদী হাসান মিরাজ) পরের টেস্ট ম্যাচে ভালোভাবে চালিয়ে যাবেন।” প্রথম ইনিংসে ৪ উইকেট শিকার করা মেহেদী মিরাজ দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ২টি উইকেট।



শেয়ার করুন :