আড়াই দিনের টেস্টেও হারলো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২৯ পিএম, ০১ অক্টোবর ২০২৪
আড়াই দিনের টেস্টেও হারলো বাংলাদেশ

পাঁচ দিনের টেস্টে খেলা হলো আড়াই দিনেরও কম। এর মাঝেই ২০ উইকেট হারিয়ে হারের স্বাদ নিলো টাইগাররা। কানপুরে টেস্টে ৭ উইকেটে জয় তুলে দুই ম্যাচ সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করলো ভারত। চেন্নাইয়ে প্রথম টেস্টে ২৮০ রানে হেরেছিল টাইগাররা।

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জয়ের পর ভারত সফরে গিয়েছিল নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। তবে শক্তিশালী ভারতের বিপক্ষে লড়াই করতে পারলো না টাইগাররা। দুই টেস্টেই হতাশ করেছে টাইগারদের ব্যাটিং।

কানপুর টেস্টে মোট খেলা হয়েছে ১৭৩.২ ওভার। এর মধ্যে ভারত ব্যাট করেছে ৫২ ওভার। বাকি ১২১.২ ওভার খেলেছে বাংলাদেশের ব্যাটাররা।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ১৪৬ রানে গুটিয়ে গেলে জয়ের জন্য ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ৯৫ রান। ব্যাট করতে নেমে মাত্র ৩ উইকেট আর ১৭.২ ওভারে টপকে যা ভারত।

কানপুর টেস্ট ৭ উইকেটে জিতে ২ ম্যাচের টেস্ট সিরিজ ২-০ তে জিতে যায় রোহিত শর্মার দল। সিরিজের প্রথম টেস্টে ২৮০ রানের বড় ব্যবধানে জিতেছিল ভারত।

এ ম্যাচ হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে পঞ্চম স্থান থেকে সপ্তম স্থানে নেমে গেল বাংলাদেশ। ৮ ম্যাচে ৩৪.৩৮ শতাংশ পয়েন্ট আছে টাইগারদের। আর ১১ ম্যাচে ৭৪.২৪ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও সুসংহত করলো ভারত।

টেস্ট সিরিজ শেষ হওয়ায় এখন ৬ অক্টোবর থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ ও ভারত। পরের দু’টি ম্যাচ হবে যথাক্রমে- ৯ ও ১২ অক্টোবর।



শেয়ার করুন :