১৪ ইনিংস পর মমিনুলের ব্যাটে সেঞ্চুরি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২৪ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৪
১৪ ইনিংস পর মমিনুলের ব্যাটে সেঞ্চুরি

দীর্ঘ ১৪ ইনিংস পর টেস্ট ক্রিকেটে সেঞ্চুরির দেখা পেলেন সাবেক অধিনায়ক মমিনুল হক। ভারতের বিপক্ষে কানপুরে হাঁকালেন ক্যারিয়ারের ১৩তম টেস্ট সেঞ্চুরি। ভারতের বিপক্ষে মমিনুলের এটি প্রথম সেঞ্চুরি।

২০২৩ সালে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে সেঞ্চুরি করেছিলেন মমিনুল। বাংলাদেশের জয় পাওয়া ওই ম্যাচে দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১২১ রান করেছিলেন তিনি।

ওই সেঞ্চুরির ১৪ ইনিংসে আর সেঞ্চুরির দেখা পাননি মমিনুল। যদিও তিন ফিফটির মাঝে একটি অপরাজিদ ৮৭ রানের ইনিংস রয়েছে। চলতি বছরের মার্চে সিলেটে সফররত শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে সঙ্গী না থাকায় আর ব্যাট করতে পারেননি তিনি।

ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টও ভালো করতে পারেননি সাবেক এ অধিনায়ক। চেন্নাইয়ে অনুষ্ঠিত টেস্টে প্রথম ইনিংসে খালি হাতে (০) রানে ফেরার পর মমিনুল দ্বিতীয় ইনিংসে সাজঘরে ফিরেছিলেন ১৩ রানে।

তবে সিরিজের দ্বিতীয় টেস্টে জ্বলে উঠলো মমিনুলের ব্যাট। ওয়ান ডাউনে ব্যাট করতে নেমে দ্বিতীয় ও তৃতীয় দিন খেলতে পারেননি বৃষ্টির কারণে। ফলে ৪০ রানে অপরাজিত থেকে চতুর্থ দিন ব্যাট শুরু করেন তিনি।

দিনের শুরুতেই ক্যারিয়ারের ২০তম ফিফটি করার মমিনুল হক ইনিংস নিয়ে যান সেঞ্চুরির দিকে। তুলে নেন ভারতের বিপক্ষে প্রথম টেস্ট সেঞ্চুরি। ১৭২ বলে শতরান স্পর্শ করার ক্ষেত্রে ১৬টি চারের সাথে একটি ছক্কা হাঁকান মমিনুল।



শেয়ার করুন :