কারপুরে প্রথম দিন: দেরিতে শুরু, বৃষ্টিতে শেষ আগেভাগেই

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১০ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৪
কারপুরে প্রথম দিন: দেরিতে শুরু, বৃষ্টিতে শেষ আগেভাগেই

বাংলাদেশ-ভারতের মধ্যকার কানপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে প্রথম দিনের বেশিরভাগ সময়টাই গেল বৃষ্টির পেটে। পুরো দিনে ৩৫ ওভারের খেলায় বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৩ উইকেটে ১০৭ রান। ব্যাট হাতে ৪০ রানে মমিনুল হক এবং ৬ রানে মুশফিকুর রহিম ন করে অপরাজিত রয়েছেন।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। প্রথম ৮ ওভার ভালোভাবেই কাটিয়ে দেন টাইগার দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম। নবম ওভারে প্রথমবারের মত আক্রমণে এসে ২৬ রানে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভাঙেন পেসার আকাশ দীপ।

ওভারের তৃতীয় বলে গালিতে যশ্বসী জয়সওয়ালকে ক্যাচ দেন জাকির। ২৪ বল খেলে খালি হাতে বিদায় নেন তিনি। এ আউটে বাংলাদেশের ওপেনারদের মধ্যে সবচেয়ে বেশি বল খেলে খালি হাতে সাজঘরে ফেরার রেকর্ড গড়েন জাকির।

জাকিরের আগে এ রেকর্ডটি ছিল ইমরুল কায়েসের। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টে ১৬ বলে শূন্য রানে আউট হয়েছিলেন ইমরুল। আর সব মিলিয়ে সর্বোচ্চ বল খেলে খালি হাতে ফেরার তালিকায় চতুর্থস্থানে আছেন জাকির।

এ ক্ষেত্রে সবার উপরে আছেন সাবেক পেসার মঞ্জুরুল ইসলাম। ২০০২ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে ৪১ বল খেলেও কোন রান করতে পারেননি মঞ্জু।

জাকিরের পর সাদমানকেও সাজঘওে পাঠান আকাশ। ৪টি চারে ২৪ রান করা সাদমানকে এলবিডব্লিউ’র ফাঁদে ফেলেন এ ডান-হাতি পেসার। ফলে দলীয় ২৯ রানে দ্বিতীয় উইকেটের পতন হয় বাংলাদেশের।

পর পর দুই উইকেট হারানোর পর দলের হাল ধরেন মমিনুল ও অধিনায়ক শান্ত। ইনিংসের ১৭তম ওভারে দলের রান ৫০’এ নেন তারা। ৮৩ বলে অবিচ্ছিন্ন ৪৫ রান করে মধ্যাহ্ন-বিরতিতে গেলে ফিরে এসে টিকতে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বিরতিতে থেকে ফিরে নিজের নামের পাশে মাত্র ৩ রান যোগ করতে পারেন টাইগার অধিনায়ক। অশ্বিনের করা ২৯তম ওভারের শেষ বলে এলবিডব্লু হন বাংলাদেশ অধিনায়ক। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি।

৫৭ বলে ৩১ রান করে আউট হলেন নাজমুল। টাইগার অধিনায়ক সাজঘরে ফিরলে মমিনুলের সঙ্গে ৫১ রানের জুটি ভাঙে। পরে উইকেটে সঙ্গী হন অভিজ্ঞ মুশফিকুর রহীম।

মমিনুল-মুশফিকের ব্যাটে ৩৪তম ওভারে দলীয় সংগ্রহ ১০০ পার করে বাংলাদেশ। এরপর ৩৫তম ওভারের খেলা শেষে আলোর স্বল্পতার কারণে বন্ধ হয়ে যায় খেলা। দীর্ঘক্ষণ অপেক্ষা করে ম্যাচ রেফারিরা দিনের খেলা সমাপ্ত ঘোষণা করেন। এর আগে একই কারণে ১ ঘণ্টা পর শুরু হয়েছিল কানপুরে প্রথম দিনের খেলা।

দিনের খেলা মাত্র ৩৫ ওভারে সমাপ্তি ঘটলে ব্যাট হাতে মমিনুল হক ৪০ এবং মুশফিকুর রহীম ৬ রানে অপরাজিত থাকেন। ভারতের পক্ষে বল হাতে পেসার আকাশ দীপ ২টি এবং রবিচন্দ্রন অশ্বিন একটি উইকেট শিকার করেন।



শেয়ার করুন :