কানপুর টেস্টে শঙ্কায় সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১০ এএম, ২৪ সেপ্টেম্বর ২০২৪
কানপুর টেস্টে শঙ্কায় সাকিব

ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ব্যাটিংয়ের সময় আঙুলে ব্যথা পান বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। কানপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের আগে পর্যবেক্ষণের পর সাকিবের খেলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলের সদস্য হান্নান সরকার।

চেন্নাইয়ে বাংলাদেশের ব্যাটিং ইনিংসে ভারতের পেসার জসপ্রিত বুমরাহর বলে আঙুলে চোট পান সাকিব। এরপর মাঠে প্রাথমিক চিকিৎসাও নেন তিনি। কিন্তু পরবর্তীতে ব্যাটিং বা বোলিংয়ে সাচ্ছন্দ্যবোধ করেননি সাকিব। তাই দ্বিতীয় টেস্টে সাকিবের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। কিন্তু পর্যবেক্ষণের পর সাকিবের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন হান্নান।

প্রথম ইনিংসে বল হাতে ৮ ওভারে ৫০ রান এবং দ্বিতীয় ইনিংসে ১৩ ওভারে ৭৯ রান দিয়ে উইকেটশূন্য থাকেন তিনি। চেন্নাই টেস্টের সপ্তাহখানেক আগে কাউন্টি ক্রিকেটে ৯ উইকেট নিয়েছিলেন সাকিব।

চেন্নাইয়ে সাংবাদিকদের হান্নান বলেন, “আমরা আগামীকাল কানপুরে যাচ্ছি এবং আজ ছুটির দিন। এরপর আমাদের দু’টি সেশন হবে এবং তারপর দ্বিতীয় টেস্টে সাকিবের খেলা নিয়ে আমরা সিদ্ধান্ত নেব।”

তিনি বলেন, “এ দুই দিন সাকিবকে পর্যবেক্ষণে রাখবে ফিজিও। আমরা যখন মাঠে ফিরবো তখন ফিজিওদের কাছ থেকে মতামত পাব। পরের ম্যাচের জন্য সাকিবকে নিশ্চিত করার জন্য আমাদের ভাবতে হবে। পরের ম্যাচের আগে আমাদের হাতে সময় আছে। আমরা দেখবো সে কী অবস্থায় আছে।”

দলের অন্যান্য বোলাররা ভালো করার কারণে সাকিবকে খুব বেশি ব্যবহার করা হয়নি এবং তার ইনজুরি নিয়ে কোন সমস্যা ছিল না বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

অধিনায়কের সুরেই কথা বলেছেন হান্নান। তিনি জানান, প্রথম টেস্টের আগে আঙুলে কোন ইনজুরি ছিলো না সাকিবের। বলেন, “আমরা জানি তার হাতে ব্যথা নিয়ে আলোচনা হচ্ছে। এটা ম্যাচের আগে ছিল না এবং অনেকে বিভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছে। তবে ম্যাচের আগে তাকে খেলানোর বিষয়ে ফিজিওর কাছ থেকে আমরা শতভাগ ছাড়পত্র পেয়েছি।”

তিনি আরও বলেন, “ওই সময় শতভাগ ফিট ছিল সে। এটিকে ইনজুরি বলা যাবে না। আঙুলে যে অস্বস্তি তা ম্যাচের আগে ছিল না। বোলিং শুরুর পর ব্যথা অনুভব করেছিলেন তিনি।”

২৭ সেপ্টেম্বর দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। প্রথম টেস্ট ২৮০ রানের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা।



শেয়ার করুন :