৪০ রানে সাজঘরে পাঁচ টাইগার, হার ব্যবধান ২৮০

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৪ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৪
৪০ রানে সাজঘরে পাঁচ টাইগার, হার ব্যবধান ২৮০

হারটা তৃতীয় দিন শেষেই নিশ্চিত হয়ে গিয়েছিল। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং সাকিব আল হাসান উইকেটে থাকায় সম্ভাবনা ছিল লড়াই করার। চতুর্থ সেটিই হলো, শান্ত-সাকিবের লড়াই করা জুটি ভাঙার ৪০ রানের মধ্যে বাকি পাঁচ ব্যাটার ফিরনে সাজঘরে। ভারতের কাছে বাংলাদেশের হারের ব্যবধান দাঁড়ায় ২৮০ রানের।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক ভারতের বিপক্ষে শুরুটা দারুণ করলেও প্রথম দিনেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় টস হেরে ব্যাট করতে নামা ভারত। প্রথম ইনিংস থেকে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৩৭৬ রান।

জবাবে ব্যাট করতে নেমে ১৪৯ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। ভারত ২২৭ রানের লিড পেলেও বাংলাদেশকে ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে। ৪ উইকেটে ২৮৭ রান করে ইনিংস ঘোষণা করলে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৫১৫ রান।

জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ৮২ রানের উপর ভর করে হারের ব্যবধান কিছুটা কমিয়ে আনা সম্ভব হলেও বাকিদের ব্যর্থতায় চতুর্থ দিনেই গুটিয়ে যায় বাংলাদেশ, সংগ্রহ দাঁড়ায় ২৩৪ রান। ফলে ২৮০ রানে ব্যবধানে জয় পায় ভারত।

রোববার (২২ সেপ্টেম্বর) চতুর্থ দিনের প্রথম সেশনে প্রথম ঘন্টায় কোন উইকেট হারায়নি বাংলাদেশ। ইনিংসের ৪৭তম ওভারে স্পিনার রবীন্দ্র জাদেজার বলে উইকেট ছেড়ে খেলতে গিয়ে জীবন পান সাকিব।

স্টাম্পিংয়ের সুযোগ মিস করেন ভারতের উইকেটরক্ষক ঋসভ পান্ত। ১৭ রানে জীবন পেয়ে ইনিংস বড় করতে পারেননি সাকিব। অশ্বিনের বলে ব্যাকওয়ার্ড শর্ট লেগে যশ্বসী জয়সোয়ালকে ক্যাচ দেন ৩টি চারে ২৫ রান করা সাকিব।

সাকিবের বিদায়ে ক্রিজে এসে ১ রানে বিদায় নেন লিটন দাস। জাদেজার বলে স্লিপে অধিনায়ক রোহিত শর্মাকে ক্যাচ দেন লিটন।
লিটনের মত দ্রুত সাজঘরে ফিরেন পাকিস্তানের বিপক্ষে সিরিজের সেরা খেলোয়াড় মেহেদি হাসান মিরাজ।

অশ্বিনকে উড়িয়ে মারতে গিয়ে লং-অনে জাদেজাকে ক্যাচ দেন মিরাজ। ব্যক্তিগত ৮ রানে মিরাজকে শিকার করে ১০১ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এক ইনিংসে ৩৭তম ৫ উইকেট পূর্ণ করেন অশ্বিন।

মিরাজ ফেরার পরের ওভারেই প্যাভিলিয়নে ফিরেন এক প্রান্ত আগলে রাখা শান্ত। জাদেজার বলে জসপ্রিত বুমরাহকে ক্যাচ দেন তিনি। ৮টি চার ও ৩টি ছক্কায় ১২৭ বলে ৮২ রান করেন শান্ত।

দলীয় ২২২ রানে অষ্টম ব্যাটার হিসেবে শান্ত ফেরার পর শেষ উইকেটে মাত্র ১২ রান যোগ করে মধ্যাহ্ন-বিরতির আগেই ২৩৪ রানে অলআউট হয় বাংলাদেশ। তাসকিন আহমেদকে ৫ রানে অশ্বিন ও শেষ ব্যাটার হাসান মাহমুদকে ৭ রানে বোল্ড করেন জাদেজা।

অশ্বিন ৮৮ রানে ৬ উইকেট নেন। এছাড়া জাদেজা ৫৮ রানে ৩টি ও বুমরাহ ১টি উইকেট নেন। দুই ইনিংসে ভারত যথাক্রমে ৩৭৬ ও ৪ উইকেটে ২৮৭ রান করে। প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিলো ১৪৯ রান।



শেয়ার করুন :