বাংলাদেশকে ৫১৫ রানের লক্ষ্য দিলো ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩৮ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৪
বাংলাদেশকে ৫১৫ রানের লক্ষ্য দিলো ভারত

বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় প্রথম ইনিংস থেকে ২২৭ রানের লিডের পর দ্বিতীয় ইনিংসে ২৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করলো স্বাগতিক ভারত। ফলে চেন্নাই টেস্টে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৫১৫ রান।

ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ব্যাটিং ব্যর্থতায় প্রথম ইনিংসেই পিছিয়ে পড়েছে ভারত। দ্বিতীয় ইনিংসেও বল হাতে ভালো করতে পারেনি টাইগাররা। শুভমান গিল (১১৯*) এবং রিশাদ পান্তের (১০৯) সেঞ্চুরিতে ৪ উইকেটে ২৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত।

তৃতীয় দিন শনিবার (২১ সেপ্টেম্বর) শুভমান গিল ৩৩ ও উইকেটরক্ষক ঋসভ পান্ত ১২ রান নিয়ে খেলতে নামেন। দিনের সপ্তম ওভারের বাংলাদেশ স্পিনার মেহেদি হাসান মিরাজের পঞ্চম বলে ছক্কা মেরে টেস্ট ক্যারিয়ারের সপ্তম হাফ-সেঞ্চুরি তুলে নেন গিল।

এরপর ইনিংসের ৪৪তম ওভারে টেস্ট ক্যারিয়ারের ১২তম অর্ধশতকের দেখা পান ২১ মাস পর বড় সংস্করনে খেলতে নামা পান্ত। হাফ-সেঞ্চুরির পরও নিজেদের ইনিংস বড় করেছেন গিল ও পান্ত। তবে ৪৯তম ওভারে সাকিব আল হাসানের বলে উড়িয়ে মারতে গিয়ে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর হাতে জীবন পান পান্ত। ওই সময় তার রান ছিল ৭২।

শেষ পর্যন্ত চতুর্থ উইকেটে ১৩৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে প্রথম সেশন শেষ করেছেন গিল ও পান্ত। ৭টি চার ও ৩টি ছক্কায় গিল ৮৬ এবং ৯টি চার ও ৩টি ছক্কায় পান্ত ৮২ রানে অপরাজিত আছেন।

দ্বিতীয় সেশনে ১০৯ রানে পান্তকে বিদায় করে মেহেদী হাসান মিরাজ। এরপর কেলএল রাহুলকে নিয়ে গিলও সেঞ্চুরি তুলে নেন। এরপর ২৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ব্যাট হাতে গিল ১১৯ এবং ২২ রানে কেএল রাহুল অপরাজিত ছিলেন।

বাংলাদেশের পক্ষে বল হাতে মেহেদী হাসান মিরাজ ২টি এবং তাসকিন আহমেদ ও নাহিদ রানা ১টি করে উইকেট শিকার করেন।



শেয়ার করুন :