প্রথমে বোলিং নেওয়ায় শঙ্কা তৈরি হয়েছিল কি করলেন নাজমুল হোসেন শান্ত! তবে চেন্নাইয়ের উইকেটে শান্ত নেওয়া সিদ্ধান্তকে বেশ ভালোভাবেই কাজে লাগালেন টাইগার পেসান হাসান মাহমুদ। বল হাতে শুরুতেই ভারতের টপঅর্ডারের তিন ব্যাটারকে সাজঘের ফিরিয়েছেন এ টাইগার পেসার।
নতুন বলে ভারতকে শুরুতেই চাপে ফেলেন হাসান মাহমুদ। পরপর তিন ওভারে রোহিত শার্মা, শুভমান গিল ও বিরাট কোহলিকে ফেরালেন তরুণ পেসার। ৯.২ ওভারে দলীয় ৩৪ রানেই তিন উইকেট হারিয়ে বসে স্বাগতিক ভারত।
হাসান মাহমুদের প্রথম শিকার হন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ইনিংসের ষষ্ঠ ওভারে হাসানের বল অফ স্টাম্পের বাইরে পিচ করে হালকা বেরিয়ে যাওয়া গুড লেংথ ডেলিভারিতে রক্ষণাত্মক খেলার চেষ্টা করেন রোহিত।
ব্যাটের কানায় লেগে বল স্লিপে গেলে ধরা পড়ে নাজমুল হোসেন শান্তর হাতে। শুরুতেই উইকেট তুলে নেওয়ায় দলীয় ১৪ রানে ১৯ বলে ৬ রান করে সাজঘরে ফেরেন রোহিত।
হাসানের দ্বিতীয় শিকারে ধরে পড়েন শুভমান গিল। সপ্তম ওভারের হাসানের তৃতীয় বলে লেগ স্টাম্পের বাইরের ডেলিভারি ফ্লিক করতে গিয়ে ব্যাটের কানায় লাগায় গিল। উইকেটের পেছনে দাঁড়িয়ে থাকা লিটন দাস কোন ভুল করেননি। ফলে ৮ বল খেলে খালি হাতেই গিলকে ফিরতে হয় সাজঘরে।
পর পর দুই ওভারে হাসান মাহমুদ দুই উইকেট শিকার তুলে নেন। পর পর এমন আঘাতে চিন্তায় পড়ে যায় ভারত। মাঠের বাইরে বসে থাকা বোহিত শর্মাদের চেহারা বার বার দেখানো হচ্ছিল টিভি কেমেরায়।
দুই উইকেট হারানোর ভারতের সংগ্রহ দাঁড়ায় ৮ ওভারে ২৯ রান। নতুন ব্যাটার হিসেবে উইকেটে ইয়াশাসবি জয়সওয়ালের সঙ্গী হোন বিরাট কোহলি। ব্যাট হাতে মাঠে নেমে বাংলাদেশের উপর চাপ তৈরি চাইলে পেরে ওঠেননি কোহলি। হাসানের তৃতীয় শিকারে মাথা নিচু করে সাজঘরে ফিরতে হয় কোহলিকেও।
দিনের দশম ওভারে আবারও বল হাতে আসেন হাসান। ওভারের দ্বিতীয় বলটি অফ স্টাম্পের বাইরের ডেলিভারি হালকা সিম মুভমেন্টে বেরিয়ে যাচ্ছিল। কোহলি ড্রাইভ করার চেষ্টা করলে বল ব্যাটের কানায় লেগে সোজা গিয়ে পড়ে উইকেটকিপার লিটন কুমার দাসে হাতে।
বিরাট কোহলির ফেরায় দলীয় ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে বসে ভারত। তিনটি উইকেটই শিকার করেন পেসার হাসান মাহমুদ। কোহলি ফিরেন ৬ বলে ৬ রান করে।
ইনিংসের ২২তম ওভারে আরও একটি উইকেট পেত বাংলাদেশ। তবে তাসকিনের করা বল ঋষভ পন্তের ব্যাট ছুঁয়ে স্লিপে দাঁড়ানো সাদমান ইসলামের হাতের পাশ দিয়ে বেরিয়ে গেলে মিস হয়।
ফলে প্রথম দিনের প্রথম সেশনে আরও কোন উইকেট হারাতে হয়নি ভারতকে। প্রথম সেশনে ২৩ ওভারে ৩ উইকেটে ৮৮ রান তুলেছে স্বাগতিকরা। ক্রিজে ৩৭ রানে ওপেনার যশস্বী জয়সোয়াল এবং ৩৩ রানে ঋষভ পন্ত অপরাজিত রয়েছেন। চতুর্থ উইকেটেতারা ৫৪ রান করেছেন।