দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হলো বাংলাদেশ ও ভারত। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) চেন্নাইয়ে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
ভারতের বিপক্ষে এ ম্যাচে সর্বশেষ একাদশ থেকে কোন পরিবর্তন আনেনি বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে খেলা একাদশ নিয়েই ভারতের বিপক্ষে মাঠে নেমেছে টাইগাররা।
দুই সপ্তাহ আগেই পাকিস্তানকে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। যা দেশের ক্রিকেট ইতিহাসের সেরা জয়ের কীর্তি। পাকিস্তানের চেয়ে স্বাগতিক ভারত অনেক বেশি শক্তিশালী হলেও জয়ের ধারা অব্যাহত রাখতে পারফরমেন্সে ধারাবাহিক হতে চায় টাইগাররা।
বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও তেমনটাই জানিেছেন। ভারতের বিপক্ষে টেস্ট পঞ্চম দিনে টেনে নিতে পারলে জয়ের সুযোগ থাকবে বলে মনে করেন তিনি।
বাংলাদেশের মতো একই কম্বিনেশনে একাদশ সাজিয়েছে ভারত। তিন পেসার জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও আকাশ দিপের সঙ্গে একাদশে রয়েছে দুই স্পিনার রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন।
ভারতের বিপক্ষে এখনো কোন টেস্ট ম্যাচে জয় পায়নি বাংলাদেশ। টেস্ট ফরম্যাটে ১৩ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। এর মধ্যে ভারতের জয় ১১টিতে এবং বাকি দু’টি টেস্ট ড্র হয়েছে।
বাংলাদেশ একাদশ
সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।
ভারত একাদশ
রোহিত শার্মা (অধিনায়ক), ইয়াশাসবি জয়সওয়াল, শুবমান গিল, ভিরাট কোহলি, লোকেশ রাহুল, রিশাভ পান্ত, রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, আকাশ দিপ, মোহাম্মদ সিরাজ।