বাংলাদেশকে মজা নিতে দিন, জবাব মাঠে: রোহিত শর্মা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২২ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৪
বাংলাদেশকে মজা নিতে দিন, জবাব মাঠে: রোহিত শর্মা

বিশ্বকাপ শেষে দীর্ঘ বিরতির পর টেস্ট খেলতে নেমেই বাজিমাত করেছে বাংলাদেশ। স্বাগতিক পাকিস্তানকে দুই ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ করেছে নাজমুল হোসেন শান্তরা। দলের এমন পারফরম্যান্সে দেশে-বিদেশে প্রসংশার জোয়াড়ে ভেসেছে টাইগাররা। এখন ভারতের বিপক্ষে মাঠে নামার আগেও চলছে নানা আলোচনা।

ভারতের বিপক্ষে এখন পর্যন্ত ১৩টি টেস্ট খেলে ১১টিতেই হেরেছে বাংলাদেশ। বাকি দুটি বৃষ্টি বিঘ্নিত টেস্ট ড্র হয়েছে। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফর্মের পর এখন ভারতের জন্য বাংলাদেশের জন্য হুমকি হতে পারে বলে আলোচনা চলছে। তবে ভারতের অধিনায়ক সেটিকে দেখছেন ভিন্নভাবে।

বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‍“সবাই ভারতকে হারাতে চায়। ভারতকে হারিয়ে সবাই মজা পায়। ঠিক আছে, বাংলাদেশকে কথা বলতে দিন। ওদের মজা নিতে দিন। ইংল্যান্ডও তো আমাদের বিপক্ষে টেস্ট সিরিজের আগে অনেক কথা বলেছিল।”

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) থেকে চেন্নাই শুরু হবে বাংলাদেশ-ভারতের মধ্যকার সিরিজের প্রথম টেস্ট। এর আগে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে কথা বলেন রোহিত।

তিনি আরও বলেন, “আমাদের কাজ মাঠের পারফরম্যান্স দিয়ে জবাব দেওয়া। যখন ইংল্যান্ড এসেছিল, সংবাদ সম্মেলনে অনেক কথা হচ্ছিল। তবে আমরা কথা শুনে মনোযোগ হারাইনি, নিজেদের খেলায় মনোযোগ দিয়েছিলাম। এবারও আমাদের একই লক্ষ্য, ভালো ক্রিকেট খেলা এবং ম্যাচ জেতা।”

তবে বর্তমান বাংলাদেশ দলকে ভারতের ক্রিকেট বিশ্লেষকরাও সেরা দল হিসেবে অভিহিত করছেন। রোহিত শর্মাও সেটি স্বীকার করলেন। বলেন, “বাংলাদেশ দল খুব ভালো খেলছে, তাদের প্রতিপক্ষ হিসেবে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তবে আমাদের মূল লক্ষ্য থাকবে মাঠে নিজেদের সেরা পারফরম্যান্স উপহার দেওয়া।”

ভারতীয় অধিনায়ক আরও বলেন, “এ সিরিজের (বাংলাদেশের বিপক্ষে) পর আমাদের নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি টেস্ট এবং তারপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের গুরুত্বপূর্ণ সিরিজ রয়েছে। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ; কারণ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে
হলে আমাদের সবগুলোই জিততে হবে।”



শেয়ার করুন :