ভারতে চাপ তৈরি করতে পারবে না বাংলাদেশ: দীনেশ কার্তিক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৫ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২৪
ভারতে চাপ তৈরি করতে পারবে না বাংলাদেশ: দীনেশ কার্তিক

দুই টেস্ট ম্যাচে স্বাগতিক পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলেও বাংলাদেশ ক্রিকেট দল ভারতে চাপ সৃষ্টি করতে পারবে না বলে মনে করছেন দেশটির সাবেক উইকেটরক্ষক দীনেশ কার্তিক। তার মতে, ভারত বনাম বাংলাদেশ সিরিজে চাপে থাকবেন না রোহিত শর্মারা।

ভারত ক্রিকেট দল আগামী কয়েক মাসে ১০টি টেস্ট খেলবে। যা ১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট দিয়ে শুরু হচ্ছে।

সম্প্রতি পাকিস্তানকে তাদের ঘরের মাঠে ২-০ হারিয়ে দিয়েছে বাংলাদেশ। ফলে শান্ত-লিটন দাসদের আত্মবিশ্বাস অনেকটা তুঙ্গে রয়েছে। বিপরীতে প্রায় ছয় মাস পর টেস্ট খেলতে মাঠে নামছে ভারত।

বাংলাদেশের সফর নিয়ে দীনেশ কার্তিক বলেন, ‍“ব্যক্তিগতভাবে আমি মনে করি না বাংলাদেশ ভারতকে চ্যালেঞ্জ জানাতে পারবে। ঘরের মাঠে ভারতকে হারানো বাংলাদেশের সামনে অনেক বড় চ্যালেঞ্জ হবে। যদিও বাংলাদেশ পাকিস্তানে ভালো করেছে, আমি মনে করি না তারা ভারতকে খুব বেশি সমস্যায় ফেলতে পারবে।”

তিনি বলেন, “আমি মনে করি যে ভারত কিছুটা পেস-ভিত্তিক পিচে খেলবে, এটা জেনে যে এটি বাংলাদেশকে হারানোর একটি ভালো উপায়। এছাড়াও, তারা এখান থেকেই অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজের প্রস্তুতি নেবে। আমি মনে করি তারা শুধুমাত্র দুই স্পিনার-রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজাকে খেলাবে এবং এর সাথে তিনজন ফাস্ট বোলারকে খেলাবে।”

ভারত ও বাংলাদেশের মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ১৯ সেপ্টেম্বর। টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের রেকর্ড বেশ ভালো। ২০০০ সাল থেকে দুই দল ১৩ বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে ভারত ১১টি ম্যাচ জিতেছে। বাকি দুটি ম্যাচ ড্র হয়েছিল।



শেয়ার করুন :