লিটন-মিরাজের জোড়া ফিফটি, ফলোঅন এড়ালো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৪৫ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২৪
লিটন-মিরাজের জোড়া ফিফটি, ফলোঅন এড়ালো বাংলাদেশ

২৬ রানে ৬ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে গিয়েছিল বাংলাদেশ। শুধু ফলোঅনে পড়া নয়, টেস্ট ইতিহাস নিজেদের সর্বনিম্ন রানের লজ্জায় পড়া অবস্থা হয়েছিল টাইগারদের। তবে সেখান থেকে মেহেদী হাসান মিরাজ এবং লিটদ দাস দলকে টেনে তুলছেন।

লিটন দাস এবং মিরাজের সপ্তম উইকেট জুটিতে পাকিস্তানের বিপক্ষে ফলোফন এড়িয়ে বাংলাদেশ। দুজনের ফিফটি করে ব্যাট হাতে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এখন লিটন দাস ৫৩ এবং মিরাজ ৫০ রানে অপরাজিত রয়েছেন।

তৃতীয় দিনের প্রথম ইনিংসেই ৬ উইকেট হারিয়ে বসে টাইগাররা। ১০ রান নিয়ে তৃতীয় দিনের ব্যাটিং শুরু করা বাংলাদেশ দলীয় ১৪ রানে জাকির হাসান (১), ১৯ রানে সাদমান ইসলাম (১০), ২০ রানে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (৪) এবং মমিনুল হক (১), দলীয় ২৬ রানে মুশফিকুর রহীম (৩) এবং সাকিব আল হাসান (২) সাজঘরের পথ ধরেন। 

৬ উইকেটের মধ্যে খুরাম শাহজাদ ৪টি এবং মির হামজা ২টি শিকার করেন। ২৭৪ রানে পাকিস্তানকে গুটিয়ে দিলেও বোলারদের দাপটে দলীয় ২৬ রানে উইকেট হারিয়ে ফলোঅনে পরার শঙ্কায় পড়ে বাংলাদেশ।

তবে মেহেদি হাসান মিরাজ এবং লিটন দাসের সপ্তম উইকেট জুটিতে ফলোফন এড়ানোর আশা নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ। প্রথম সেশন শেষে মিরাজ ৩৩ এবং লিটন দাস ১৩ রানে অপরাজিত ছিলেন।

প্রথম ইনিংস শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৭৫ রান। সেশনের পুরোটাই দাপট দেখিয়েছে পাকিস্তানের বোলাররা। দ্বিতীয় সেশনে ব্যাট হাতে দলের রানের চাকা সচল রাখছেন মিরাজ এবং লিটন দাস।



শেয়ার করুন :