মিরাজ-লিটনের ব্যাটে ফলোঅন এড়ানোর আশায় বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১১ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২৪
মিরাজ-লিটনের ব্যাটে ফলোঅন এড়ানোর আশায় বাংলাদেশ

মেহেদি হাসান মিরাজের ঘূর্ণিতে পাকিস্তানকে ২৭৪ রানে গুটিয়ে দিলেও নিজেদের প্রথম ইনিংসে ব্যাকফুটে বাংলাদেশ। তৃতীয় দিনের প্রথম ইনিংসেই ৬ উইকেট হারিয়ে বসে টাইগাররা। তবে মেহেদি হাসান মিরাজ এবং লিটন দাসের ব্যাটে ফলোঅন এড়ানোর আশায় রয়েছে বাংলাদেশ।

রোববার (১ সেপ্টেম্বর) আগের দিনের ১০ রান নিয়ে তৃতীয় দিনের ব্যাটিং শুরু করেছিল দুই ওপেনা সাদমান ইসলাম (৬) এবং জাকির হাসান (০)। তবে খুরাম শাহজাদের বোলিংয়ে শুরুতেই ভেঙে পরে বাংলাদেশের ব্যাটিং ইনিংস।

দলীয় ২৬ রানে ৬ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। ১৪তম রানে জাকির হাসান (১), ১৯তম রানে সাদমান ইসলাম (১০), ২০তম রানে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (৪) এবং মমিনুল হক (১), দলীয় ২৬ রানে মুশফিকুর রহীম (৩) এবং সাকিব আল হাসান (২) সাজঘরের পথ ধরেন।

৬ উইকেটের মধ্যে খুরাম শাহজাদ ৪টি এবং মির হামজা ২টি শিকার করেন। ২৭৪ রানে পাকিস্তানকে গুটিয়ে দিলেও বোলারদের দাপটে দলীয় ২৬ রানে উইকেট হারিয়ে ফলোঅনে পরার শঙ্কায় পড়ে বাংলাদেশ।

তবে মেহেদি হাসান মিরাজ এবং লিটন দাসের সপ্তম উইকেট জুটিতে ফলোফন এড়ানোর আশা নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ। প্রথম সেশন শেষে মিরাজ ৩৩ এবং লিটন দাস ১৩ রানে অপরাজিত রয়েছেন।

প্রথম ইনিংস শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৭৫ রান। সেশনের পুরোটাই দাপট দেখিয়েছে পাকিস্তানের বোলাররা। ২৪ ওভারে তারা ফিরিয়ে দিয়েছে বাংলাদেশের প্রথম ৬ ব্যাটসম্যানকে। বিপরীতে বাংলাদেশ করতে পেরেছে মাত্র ৬৫ রান।

১০ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ পরের ১৬ রান তুলতে হারায় ৬ উইকেট। এরপর অবিচ্ছিন্ন জুটিতে ৪৯ রান যোগ করেছেন লিটন ও মিরাজ। ফলো-অন এড়াতে এখনও প্রয়োজন ৫০ রান।



শেয়ার করুন :