বৃষ্টির পেটে দ্বিতীয় টেস্টের প্রথম দিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫৯ পিএম, ৩০ আগস্ট ২০২৪
বৃষ্টির পেটে দ্বিতীয় টেস্টের প্রথম দিন

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনটি ভেস্তে গেল। অবিরাম বৃষ্টি এবং মাঠের আউটফিল্ড ভেজা থাকায় প্রথম দিনের খেলা বাতিল করা হয়েছে। একই সাথে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় দ্বিতীয় দিনেও খেলা শুরু হওয়া নিয়ে শঙ্কা রয়েছে।

রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টটি শুক্রবার (৩০ আগষ্ট) বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হওয়ার কথা ছিল। নিয়ম অনুযায়ী মাঠের খেলা শুরু হওয়ার ৩০ মিনিট আগে টস অনুষ্ঠিত হয়। তবে রাওয়ালপিন্ডিতে ভোর থেকেই বৃষ্টি হওয়ায় টস করাও সম্ভব হয়নি।

অবিরাম বৃষ্টি এবং ভেজার মাঠের জন্য অপেক্ষার পহর বাড়তে থাকায় মধ্যাহ্ন বিরতির পর প্রথম দিনের খেলা বাতিল ঘোষণা করা হয়।

এদিকে, বল গড়ানো ছাড়াই প্রথম দিনের বাতিলের পর দ্বিতীয় দিনেও নির্দিষ্ট সময়ে খেলা শুরু হওয়া নিয়ে শঙ্কা রয়েছে। কারণ, দেশটির আবাহওয়া অফিসের তথ্যানুযায়ী, শনিবার দুপুর পর্যন্ত বৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে।

সিরিজের প্রথম টেস্ট জিতে এগিয়ে রয়েছে বাংলাদেশ। ফলে দ্বিতীয় টেস্ট জিতলে কিংবা ড্র হলেও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের রেকর্ড গড়বে নাজমুল হোসেন শান্তরা। প্রথম টেস্টে ১০ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মোমিনুল হক, হাসান মাহমুদ, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, নাহিদ রানা, নাইম হাসান, সাদমান ইসলাম, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, তাইজুল ইসলাম এবং জাকির হাসান।

পাকিস্তান দল
শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, কামরান গুলাম, খুররাম শাহজাদ, মির হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সাইম আইয়ুব, আঘা সালমান, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, আমের জামাল।



শেয়ার করুন :