রাওয়ালপিন্ডি টেস্টে ৬ উইকেটে ৪৪৮ করে ইনিংস ঘোষণা করেছিল স্বাগকিত পাকিস্তান। চার ব্যাটারের ফিফটি ও মুশফিকুর রহীমের সেঞ্চরিতে পাকিস্তানের ছুঁড়ে দেওয়া সেই রান পাহাড় টপকে লিড নিয়েছে বাংলাদেশ।
৪৪৮ রানের পাহাড় সামনে রেখে ব্যাটিং শুরু করা বাংলাদেশ দাপট দেখিয়ে খেলছে। বিদেশে এ নিয়ে দশমবার কোনো টেস্টে চারশ স্পর্শ করলো বাংলাদেশের রান।
চতুর্থ দিনে দ্বিতীয় সেশন শেষে চা বিরতিতে যাওয়া আগে বাংলাদেশের সংগ্রহ ৪৯৫ রান, লিড ৪৭ রান। ব্যাট হাতে মুশফিকুর রহীম ১৭২ এবং মেহেদী মিরাজ ৫১ রানে অপরাজিত রয়েছেন।
এর আগে ব্যাট হাতে ওপেনার সাদমান ইসলাম ৯৩, মমিনুল হক ৫০, লিটন কুমার দাস ৫৬ রান করে সাজঘরে ফিরেছেন।
এ টেস্টে ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি তুলে নিয়েছেন মুশফিক। এখন রয়েছেন ক্যারিয়ারে আরও একটি টেস্টে ডাবল সেঞ্চুরির পথে। এছাড়া এ টেস্টের মধ্য দিয়ে ইতিমধ্যে দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান ক্লাবে নাম লিখিয়েছেন তিনি।
মুশফিক এবং মিরাজের সপ্তম উইকেট জুটিতে ইতিমধ্যে েরেকর্ড করেছেন। ২০১০ সালে ৭ম উইকেট জুটিতে সাকিব-মাহমুদউল্লাহ করেছিলেন ১৪৫ রান। সেই জুটি টপকে রাওয়ালপিন্ডি টেস্টে ৭ম উইকেট জুটিতে মুশফিক-মিরাজ চা বিরতি পর্যন্ত অবিচ্ছিন্ন ছিলেন ১৬৩ রানে।