সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে দারুণ ব্যাট করছে বাংলাদেশ। টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ক্যারিয়ারের ১১তম টেস্ট সেঞ্চুরি হাঁকিয়েছেন অভিজ্ঞ টাইগার মুশফিকুর রহীম।
তৃতীয় দিন (শুক্রবার) শেষে ৫৫ রানে অপরাজিত ছিলেন মুশফিকুর রহীম। শনিবার চতুর্থ দিন দলীয় ৩৩২ রানে লিটন দাসকে হারায় বাংলাদেশ। আগের দিনের ৫২ রানের মাত্র ৪ রান করতে পারেন লিটন দাস।
দিনের শুরুতেই সঙ্গী হারালেও থামেনি মুশফিকের ব্যাট। অভিজ্ঞ এ ব্যাটার ফিফটি থেকে ব্যক্তিগত রানের স্কোর নিয়ে যান সেঞ্চুরিতে। ২০০ বলে ক্যারিয়ারের ১১তম টেস্ট সেঞ্চুরি স্পর্শ করেন মুশফিক।
সেঞ্চুরির পথে মুশফিকের ব্যাট থেকে ১২টি চারের মার এসেছে। তবে কোন ছক্কা ছিল না।
এ টেস্টের মধ্যদিয়ে মুশফিক ইতিমধ্যে ১৫ হাজার রান ক্লাবে নাম লিখিয়েছেন। শুক্রবার ফিফটি স্পর্শ করেই তামিম ইকবালের পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে এ মাইলফল স্পর্শ করেন মুশফিকুর রহীম।
এ টেস্টের আগে ৮৮ ম্যাচে ১৮৩ ইনিংস ব্যাট করেছেন মুশফিক। যেখানে ১০টি সেঞ্চুরির পাশাপাশি ২৭ অর্ধশত রানের ইনিংস রয়েছে তার। ব্যাট হাতে টেস্ট ক্রিকেটে (এ ম্যাচ ছাড়া) মুশফিকের মোট রান ৫৬৭৬।