ইনজুরির কারণে টাইগার ওপেনার মাহমুদুল হাসান জয় পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন। ‘এ’ দলের হয়ে দারুণ ছন্দে থাকা জয় কুঁচকির চোটে পড়েছেন। ফলে ২১ আগস্ট থেকে শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে তার খেলা হচ্ছে না।
রোববার (১৮ আগষ্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বলা হয়, কুঁচকির ইনজুরির জন্য জয়কে কমপক্ষে ১০ থেকে ১৪ দিন মাঠের বাইরে থাকতে হবে।
জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান বলেন, “পাকিস্তান ‘এ’ বিপক্ষে চারদিনের ম্যাচে খেলার সময় ১৪ আগস্ট জয় ডান কুঁচকিতে ব্যথা পান। পরে এমআরআই করা হলে ইনজুরির বিষয়টি নিশ্চিত হয়। তার ডান কুঁচকিতে গ্রেড ওয়ান স্ট্রেন ধরা পড়েছে।”
তিনি বলেন, “ইতিমধ্যে জয় পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন। এ ধরনের আঘাত থেকে সেরে উঠতে সাধারণত ১০ থেকে ১৪ দিন সময় লাগে। যার ফলে তাকে প্রথম টেস্টে পাওয়া যাবে না। তবে আশা করছি, ৩০ আগস্ট থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের জন্য তিনি ফিট হতে পারেন।”
এছাড়া প্রতিদিনের ভিত্তিতে জয়ের অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে বলে জানান ফিজিও বায়জেদুল ইসলাম খান।